BRAKING NEWS

রাজ্যে ফের প্লাস্টিক চাল ও ডিম, তদন্তে বিভাগীয় কর্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ফের রাজ্যে প্লাস্টিক চাল ও প্লাস্টিক ডিমের অবস্থান ধরা পড়েছে৷ এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার বাগমায় এক ব্যক্তি প্লাস্টিক চাল ও প্লাস্টিক ডিমের সন্ধান পান৷ খবরটি ছড়িয়ে পরতেই মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খাদ্য দফতরের আধিকারিকরা৷ জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন খাদ্য দফতরের আধিকারিকরা৷

এদিকে অপর ঘটনা ঘটেছে উদয়পুরের খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ জানা গেছে, বৃহস্পতিবার উদয়পুরের খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি মা ও শিশুদের জন্য যে খাওয়ার দেওয়া হয়েছিল তার মধ্যে প্লাস্টিকের চাল এবং ডিমও ছিল৷ এতে প্রসূতি মায়েরা ভয় পেয়ে যান৷ এ ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হইচই পড়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খাদ্য দফতরের দক্ষিণ ও গোমতি জেলার আধিকারিকরা৷ জানা গেছে, ঘটনাটি কতটা সত্য তা জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা৷ তাঁরা চাল ও ডিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করছেন৷

গোমতি জেলা ফুড সেফটি এন্ড সিকিউরিটি অফিসার দয়াল রাম দাস জানিয়েছেন, প্লাস্টিক চাল ও ডিমের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এই নমুনা কলকাতা ল্যাবে পাঠানো হবে৷ সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *