BRAKING NEWS

২৯ ঘন্টা পর গণ্ডাছড়ায় আইপিএফটির অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ পোলিং এজেন্টকে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গণ্ডাছড়ায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছে আইপিএফটি৷ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে আইপিএফটির কর্মীরা অবরোধ তুলে নেন৷ মূলত, গোমতি জেলার অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার পোলিং এজেন্ট মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ প্রত্যাহৃত হয়েছে বলে জানা গিয়েছে৷

গণ্ডাছড়ায় আইপিএফটি আহূত সড়ক অবরোধের আজ ছিল দ্বিতীয় দিন৷ বুধবার দুপুর বারোটা থেকে গণ্ডাছড়ায় আমবাসা-গণ্ডাছড়া, গন্ডাছড়া-রইস্যাবাড়ি ও গণ্ডাছড়া-অমরপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসেছিলেন আইপিএফটি কর্মীরা৷ মঙ্গলবার ভোট চলাকালীন দলের দুই পোলিং এজেন্টকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়ায় চার জায়গায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গড়ে তুলে আইপিএফটি৷ দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না দলের সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা সাফ জানিয়েছিলেন৷

এদিকে, আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার পৌরোহিত্যে বৃহস্পতিবার বিজেপি-আইপিএফটি নেতৃত্বের মধ্যে চলছে রুদ্ধদ্বার বৈঠক হয়৷ তবে বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি বলে খবর পাওয়া গেছে৷

বুধবার থেকে চলমান আইপিএফটি-র সড়ক অবরোধের জেরে গণ্ডাছড়ার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল৷ এই অবরোধের ফলে বৃহস্পতিবার গণ্ডাছড়ায় হাটবাজারের ওপর ব্যাপক প্রভাব পড়েছে৷ ব্যাহত হয়েছে ব্যবসা-বাণিজ্য৷ আইপিএফটি-র এই সড়ক অবরোধের ফলে সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের৷

প্রসঙ্গত, মঙ্গলবার ভোট চলাকালীন বিকেল সাড়ে চারটা নাগাদ ৪৪/৫১ নম্বর বুথে দলের দুই পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলে গতকাল অভিযোগ করেছিলেন আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ তাঁর অভিযোগ, হেমেন্দ্র দেববর্মা (২৮) এবং নতুনজয় চাকমা (২৭) নামের আইপিএফটি-র দুই পোলিং এজেন্ট বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন৷ একই সময়ে ওই বুথেই কংগ্রেসের পোলিং এজেন্ট ইতারাম রিয়াং (৩৮)ও আক্রান্ত হয়েছিলেন৷ মঙ্গল দেববর্মার অভিযোগ, ওইদিন পুলিশের সামনেই আইপিএফটি ও কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে৷ ওই ঘটনায় আক্রান্তদের তরফে গণ্ডাছড়া থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷ তাই স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন৷ তাতে দলের শীর্ষ নেতৃত্বও সম্মতি জানিয়েছিলেন৷

অবশেষে, গোমতি জেলার অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার আইপিএফটির স্থানীয় নেতৃত্বদের প্রতিশ্রুতি দেন দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতেই আইপিএফটি অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়৷ তাতে, জনমনে স্বস্তি ফিরে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *