BRAKING NEWS

শনিছড়ায় প্রহৃত ডাক্তার ও নার্স, অভিযুক্তকে গ্রেফতার না করলে কর্মবিরতির হুমকি স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ এপ্রিল৷৷ আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের পর এবার অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে জনৈক যুবক৷ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে৷ জানা গেছে, গত রাতে শনিছড়ার জনৈক পরীক্ষিত সিনহা তার ভাই সুকুমার সিনহাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে৷ তখন কর্তব্যরত নার্স অন্য এক মুমূর্ষু রোগীর পরিষেবায় ব্যস্ত ছিলেন৷ তা দেখে মেজাজ হারিয়ে নবাগত রোগী সুকুমারের ভাই পরীক্ষিত কর্তব্যরত নার্স নাসিমা বেগমের সঙ্গে প্রথমে বচসায় লিপ্ত হয়৷ এক সময় পরীক্ষিত নার্সের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়৷ থাপ্পর খেয়ে নার্স উত্তেজিত যুবকে৷র সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন৷ তাদের হাল্লা-চিৎকারে হাসপাতালে শোরগোল বেঁধে যায়৷ অবস্থা বেগতিক দেখে উভয়কে শান্ত করতে ছুটে এসে আক্রান্ত হন দংসুরাই হালাম ও ভোমা হালাম নামের দুই হাসপাতাল কর্মীও৷ ইত্যবসরে এসে উপস্থিত হন হাসপাতালের চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ৷ তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন৷ তাঁকেও অভিযুক্ত পরীক্ষিত নামের যুবকটি বেধড়ক পেটায় বলে জানা গেছে৷

খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান পুলিশ কর্মীরা৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু এক অজ্ঞাত কারণে পুলিশ অভিযুক্ত যুবককে তখন হাতের কাছে পেয়েও গ্রেফতার করেনি, উঠেছে এই অভিযোগও৷ ততক্ষণে নাকি অভিযুক্ত পরীক্ষিত তার ভাই সুকুমারের চিকিৎসা করিয়ে বাড়ি চলে যায়৷

পরেরদিন আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল সাইটের মধ্যমে ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ক্ষমতাসীন বিজেপির স্থানীয় বিভিন্ন পদাধিকারী৷ বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দে-র সঙ্গে কথা বলে এ কাণ্ডের সঙ্গে জড়িতদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷ তাঁরা পুলিশকে জানিয়ে দিয়েছেন, অভিযুক্তকে শীঘ্র গ্রেফতার করা না হলে তাঁরা কর্মবিরতির পথে পা বাড়াতে বাধ্য হবেন৷

উল্লেখ্য, আক্রান্ত নার্স নাসিমা বেগম তিন মাসের অন্তঃসত্তা৷ তার পেটে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ফলে তিনি বর্তমানে চিকিৎসাধীন৷

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, হামলাকারী পরীক্ষিত সিনহা নিজেকে শাসকদল বিজেপি যুবমোর্চার নেতা হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে গুণ্ডাগিরি চালিয়ে আসছে৷ তার বিরুদ্ধে চোরাইবাড়ি থানায় পুরনো মামলাও ঝুলছে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১১ এপ্রিল ভোরে আগরতলার আইজিএম হাসপাতালে চিকিৎসক দীপঙ্কর দেবনাথের ওপর উশৃঙ্খল কতিপয় যুবক হামলা চালিয়েছিল৷ তাঁকে পরবর্তীতে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল৷ এ ঘটনায় রাজ্যের চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে বিস্তর জল ঘোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *