BRAKING NEWS

কলম্বো-র ৪০ কিলোমিটার পূর্বে বিস্ফোরণ, ফের আতঙ্ক দ্বীপরাষ্ট্রে

কলম্বো, ২৫ এপ্রিল (হি.স.): ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের আতঙ্ক এখনও পুরোপুরি মুছে যায়নি শ্রীলঙ্কার নাগরিকদের মন থেকে| গত রবিবারের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে দ্বীপরাষ্ট্রে| এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে ফের বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা| বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে পাগোড়া টাউনে ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে বিস্ফোরণের শব্দ শোনা যায়| কি কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ|

শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পাগোড়া টাউনে ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে একটি ফাঁকা জমি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়| কি কারণে বিস্ফোরণ হল, তা তদন্ত করে দেখছে পুলিশ| উল্লেখ্য, গত রবিবার ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা| পর পর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গির্জা-সহ শ্রীলঙ্কার অভিজাত হোটেল| সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৩৯ জনই বিদেশি নাগরিক| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *