BRAKING NEWS

সরব প্রচারশেষ, কাল পূর্ব ত্রিপুরা আসনে ভোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রবিবার বিকেল পাঁচটায় শেষ হল তফশিলি জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সরব নির্বাচনী প্রচারাভিযান৷ সেই সূত্রে আজ সকাল থেকে প্রতিটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল শেষ পর্যায়ের প্রচারাভিযানে ব্যাপক জোর দিয়েছে৷ ভোটের ময়দানে রয়েছেন বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, আইপিএফটি-র প্রার্থীরা৷


উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হবে৷ জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় আধাসেনা এসেছে৷ আরও আসবে৷ সে নিয়ে মোট ৪৫ কোম্পানি আধা সামরিক জওয়ান মোতায়েন হবে ২৩ তারিখের নির্বাচনে৷


প্রসঙ্গত, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১২,৬১,৮৬১৷ এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪১,৫১৫ এবং মহিলা ভোটার রয়েছেন ৬,২০,৩৪২৷ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব ত্রিপুরা নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা চার৷ মোট ১,৩৪৯টি স্থানে ১,৬৪৫টি পোলিং বুথে ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *