BRAKING NEWS

থানায় ঢুকে চড়, প্রদেশ কংগ্রেস সভাপতির আচরণ সমর্থন করে না জোটসঙ্গী আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ থানায় ঢুকে যুবককে চড়৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের এই আচরণকে সমর্থন করে না জোটসঙ্গী আইএনপিটি৷ পাশাপাশি অবরোধ আন্দোলনে পুলিশের লাঠি চালানোর ঘটনায়ও আইএনপিটি ক্ষোভ প্রকাশ করেছে৷ অবরোধের ঘটনা রাজ্যে নতুন নয়৷ কিন্তু, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে শুক্রবার তুলাশিখরে আইএনপিটি- সমর্থকদের লাঠিপেটা করেছে পুলিশ৷ শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এভাবেই ক্ষোভ ব্যক্ত করেছেন আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তাঁর কথায়, ১৩ মাসেই বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রতি মোহভঙ্গ হয়েছে রাজ্যবাসীর৷ এই ভয়েই বিরোধীদের আন্দোলনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছে রাজ্য সরকার৷ সাথে যোগ করেন, থানায় ঢুকে আইন হাতে নেওয়াও আইএনপিটি সমর্থন করে না৷ তবে, আবেগের বশেই হয়ত প্রদেশ কংগ্রেস সভাপতি ওই যুবককে চড় মেরেছেন, দাবি করেন তিনি৷

জগদীশের কথায়, যে কোনও ঘটনায় আইন হাতে তুলে নেওয়া উচিত নয়৷ তাই, থানায় ঢুকে যুবককে চড় মারা উচিত হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতির৷ তিনি বলেন, আইএনপিটি এ-ধরনের ঘটনাকে কখনও সমর্থন করে না৷ সাথে যোগ করেন, হয়তো আবেগের বশে ওই কাণ্ড ঘটিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ জগদীশের বক্তব্য, তুলাশিখরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ সম্পর্কে প্রদ্যুৎ কিশোরের বোন৷ তাই, হয়তো বোনের উপর আক্রমণ সহ্য করতে না পেরে রাগের মাথায় অভিযুক্ত যুবককে চড় মেরেছেন তিনি৷ তবে, ওই কাণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি না ঘটালেও পারতেন, বলেন জগদীশ দেববর্মা৷

এদিকে, অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জগদীশ দেববর্মা৷ এদিন জগদীশবাবু বলেন, ১৮ এপ্রিল ত্রিপুরার খোয়াই জেলার তুলাশিখরে চন্দ্রনাথ ঠাকুর পাড়া গোলটিলায় পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ আক্রান্ত হয়েছিলেন৷ তার কিছুক্ষণ পর আইএনপিটি-র একটি গাড়িতেও আইপিএফটি-র সমর্থকরা আক্রমণ করেছিল৷ তাতে, আট আইএনপিটি কর্মী আহত হয়েছেন৷ তিনি বলেন, গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আহতদের খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে৷ এরই প্রতিবাদে গতকাল একই স্থানে চেবরি-তুলাশিখর রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় আইএনপিটি৷ জগদীশবাবুর কথায়, শুক্রবার শান্তিপূর্ণভাবেই সকাল ছয়টা থেকে রাস্তা অবরোধে অংশ নেন আইএনপিটি সমর্থকরা৷ সকাল আটটা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল৷ তিনি বলেন, চাম্পাহাওর থানার পুলিশ অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে৷ পাশাপাশি দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন৷ কিন্তু, হঠাৎ খোয়াইয়ের এসডিপিও অবরোধস্থলে গিয়ে লাঠিচার্জের নির্দেশ দেন৷ অবরোধকারীদের কোনও সতর্কবাণী না দিয়েই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বেধড়ক পেটাতে শুরু করে৷ তাতে বেশ কয়েকজন অবরোধকারী আহত হয়েছেন৷

জগদীশের মতে, ত্রিপুরায় বর্তমানে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে৷ তাই ক্ষমতাসীন জোট শরিক আইপিএফটি এবং পুলিশ বিরোধী দলের আন্দোলনকারীদের উপর হামলা করছে৷ তাঁর দাবি, ভারত সরকার এবং ত্রিপুরা সরকার বুঝতে পেরেছে, মানুষ বর্তমান জোট সরকারের কাজকর্মের প্রতি অসন্তুষ্ট৷ কারণ, মাত্র তেরো মাসেই রাজ্যের মানুষের সরকারের কাজকর্মে মোহভঙ্গ হয়েছে৷ তাই তারা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে দমনপীড়ন করে, ভয় দেখিয়ে ভোটে জয়ী হতে চাইছে৷ তাদের অপকর্ম থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এ ধরনের অরাজকতার সৃষ্টি করছে ক্ষমতাসীন দল, বিদ্রুপ করে বলেন তিনি৷

জগদীশের কথায়, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার৷ মানুষের ভোটাধিকারও কেড়ে নিচ্ছে তারা৷ এই বিষয় নির্বাচন কমিশন অনুভব করতে পেরে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট পিছিয়ে ২৩ এপ্রিল নিয়ে গেছে নির্বাচন কমিশন, যাতে সাধারণ ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যের আইন দফতরের মন্ত্রী রতনলাল নাথ বলছেন, বিরোধী দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে৷ জগদীশ দেববর্মার বক্তব্য, রতনলাল নাথ সরকারে রয়েছেন, তাঁদের হাতে সমস্ত ক্ষমতা৷ তারা নিজেরাই তদন্ত করে দেখুন কারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে৷ যাঁরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক সরকার৷ বিজেপি এবং আইপিএফটি-র সদস্যরা নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত৷ উদাহরণ হিসেবে শুক্রবার খোয়াই জেলার তৈদু এলাকায় বিজেপি বিধায়কের উপর আইপিএফটি কর্মীদের আক্রমণের প্রসঙ্গ তুলেন জগদীশ৷ এদিন তিনি সুর চড়িয়ে বলেন রাজ্যের মানুষকে দূর্বিসহ পরিস্থিতি থেকে মুক্ত করতে আন্দোলন জারি রাখবে আইএনপিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *