BRAKING NEWS

পূর্ব আসনে ৮৫ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় আধাসেনা, অভয় দিলেন সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা আসনে ৮৫ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী৷ তাছাড়া, বাড়ানো হয়েছে টিএসআর বাহিনীর সংখ্যাও৷ তাই নির্ভয়ে ভোট দিন৷ পূর্ব আসনের ভোটারদের এভাবেই অভয় দিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তাঁর কথায়, ভোট দেওয়া জনগণের অধিকার৷ তাঁদের এই অধিকার রক্ষায় নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ৷ তাঁর আশ্বাস, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কমিশন৷


রবিবার ত্রিপুরা পূর্ব আসনে সরব প্রচার সমাপ্ত হয়েছে৷ সরব প্রচার সমাপ্ত হতেই ত্রিপুরায় ছয়টি জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব সংসদীয় ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এ-বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ২৩ এপ্রিল ত্রিপুরা পূর্ব আসনে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ১,৬৪৫টি বুথে ভোট গ্রহণ করা হবে৷ তিনি জানান, ভোটারদের মনোবল বাড়াতে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছে৷ ফলে, ভোটের দিন কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে তা কমিশনের নজরে আসবে৷ তিনি সতর্ক করে বলেন, ভোটাররা নিজেদের ভোট দিন৷ কিন্তু, অন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেবেন না ৷ তা-হলে, ভোটদানে বাধা দেওয়ার জন্য কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷


মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ৮৫ শতাংশ বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে৷ তাছাড়া, অতিরিক্ত টিএসআর বাহিনীও ভোটের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে৷ এদিন তিনি ভোটকর্মীদের কাছে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান রেখেছেন৷ তাঁর বার্তা, ভোটদানে বাধা দেওয়া লজ্জাজনক ঘটনা ৷ এক্ষেত্রে ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব নির্ভয়ে পালন করলে এ ধরনের ঘটনা এড়ানো খুবই সহজ৷
তিনি ভোট কর্মীদেরও অভয় দিয়ে বলেন, কারোর কাছে মাথা নত করবেন না ৷ ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা আপনাদেরও দায়িত্ব৷ কারোর ভয়ে এই দায়িত্ব পালনে পিছিয়ে যাবেন না ৷ আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ সাথে যোগ করেন, পোলিং এজেন্টরাও নির্ভয়ে বুথে যান৷ প্রয়োজনে সেক্টর অফিসাররা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন৷
কিন্তু, ভোট প্রক্রিয়ায় গড়মিল ধরা পড়লে কোনও ভোট কর্মীকে রেহাই দেওয়া হবে না৷ এমন-কি, পোলিং এজেন্টদেরও ক্ষমা করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ তাঁর কড়া বার্তা, ভোটে কারচুপির সাথে জড়িত প্রমাণ হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর বক্তব্য, প্রায় সব বুথে ওয়েবকাস্টিং এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে৷ ফলে, ভোটে কারচুপি হলে তা ধরা পড়বেই৷ মুখ্য নির্বাচন আধিকারিক দাবি করেন, রাজ্যে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পাশাপাশি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত অভিযোগ সময়মতো নিস্পত্তি করা হবে৷ শ্রীরাম তরণিকান্তির দাবি, ভোট নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন দায়বদ্ধ৷
এদিকে, সোমবার ১৬টি কেন্দ্র থেকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের দিকে রওয়ানা দেবেন বলে মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *