BRAKING NEWS

উত্তরপ্রদেশে বসপা ছেড়ে বিজেপি যোগ দিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বসপা) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। বুধবার রাজধানী দিল্লির বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ চন্দ্রপ্রকাশ মিশ্র। এই উপলক্ষ্যে স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত পাঁচ বছরে আমেঠিতে যে উন্নয়ন হয়েছে তা দেখেই বিজেপি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন চন্দ্রপ্রকাশ মিশ্র। জে পি নাড্ডা বলেন, আমেঠির বড় নেতা হলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। গোটা দেশের লোক এখন বিজেপিতে যোগ দিচ্ছে। উনি দলে যুক্ত হওয়া বিজেপি আরও বেশি শক্তিশালী হল। 

২০০৪ সালের সাধারণ নির্বাচনে আমেঠির থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন চন্দ্রপ্রকাশ মিশ্র। কিন্তু নির্বাচনে পরাজিত হন তিনি। হারলেও ওই কেন্দ্র থেকে ১৬.৮৫ ভোট পান। বর্তমানে মাটিয়ারি কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৭৩টি আসনে জিতেছিল বিজেপি। এবার আরও বেশি আসনে জেতার জন্য ঝাপাবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *