BRAKING NEWS

ফের প্রতিশোধ নিল নিরাপত্তা বাহিনী, বারামুল্লায় এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই প্রতিশোধ নিয়েই চলেছে নিরাপত্তা রক্ষী বাহিনী| পুলওয়ামা হামলার এক সপ্তাহ কাটতে না কাটতেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হল একজন সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরা গ্রাম| রাতভর প্রায় ৮ ঘন্টা ধরে গুলির লড়াইয়ের পর শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| বারামুল্লার ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা| ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে| বাকিদের জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সোপোর টাউনের উপকণ্ঠে ওয়ারপোরা গ্রামে লুকিয়ে রয়েছে ২-৩ জঙ্গি| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকেই ওয়ারপোরা গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা রক্ষী বাহিনী| গোটা এলাকা ঘিরে অপারেশনে নামে জওয়ানরা| জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা| পাল্টা জবাব দেয় জওয়ানরা| প্রায় ৮ ঘন্টা গুলির লড়াই শেষে একজন জঙ্গিকে নিকেশ করেছেন নিরাপত্তা বাহিনী| ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে| তবে, এই জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| আপাতত বারামুল্লার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *