BRAKING NEWS

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ বিভিন্ন দাবী আদায়ের লক্ষে সোমবার ফের আরও একবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ঘেরাওয়ের মুখে পড়লেন উপাচার্য ডঃ ভি এল ধারুরকর৷ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাংশের এই ধরনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়েরই পৃথক একটি অংশের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয়েছে৷ কার্য বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলায় এখন ভীষণভাবেই বেকায়দায় পড়েছেন তারাও৷

সংবাদে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মচারীদের পক্ষ থেকে এদিন বিশেষ করে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সহ অন্যান্য বেশ কিছু অংশের কর্মচারীরা প্রতিশ্রুতি পেয়েও আজ অব্দি নিয়মিত করা হয়নি৷ এছাড়াও তাদের কিছু বকেয়া সহ বেশ কিছু ক্ষোভের কথাও তুলে ধরেন তারা৷ বেলা প্রায় সাড়ে এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এনিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল উপাচার্য্য শ্রীধারুরকরকে৷ পরে তাঁকে এসব বিষয়ে এবগত করানোর পর তিনি সঠিকভাবে তাদ্রেদর দাবী মতো বিষয়গুলির সত্যতা যাচাই করতে একটি কমিটি গড়ে দিয়েছে বলে জানা গিয়েছে৷ কমিটি মঙ্গলবার থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে৷ সত্যতা খুঁজে পেলে তিনি যথারীতি দাবী পূরণের বিষয়ে ভেবে দেখবেন বলে আশ্বাস দেন৷ এই আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ঘেরাও মুক্ত করেন উপাচার্য্যকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *