BRAKING NEWS

পুলওয়ামা-হামলা : ত্রিপুরায় বিক্ষোভ অব্যাহত, সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের কাপুরুষোচিত আক্রমণে ৪৪ জন সিআরপিএফ-এর জওয়ানের শহিদ হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ প্রদর্শন। ক্ষোভের আগুনে জ্বলছে রাজ্যের মানুষ। গোটা দেশের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন জারি রয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে চলছে যুবকদের বিক্ষোভ প্রদর্শন। পাকিস্তানের পতাকা পোড়ানো থেকে শুরু করে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকা পর্যন্ত দাহ করা হচ্ছে।

এদিকে, সারা রাজ্যে শহিদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলও হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনও শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পুলওয়ামায় সংগঠিত ঘটনার পর উত্তর-পূর্বাঞ্চলকে সর্তক করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। সুরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পাশাপাশি বাংলাদেশকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। যাতে সে দেশ এ ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে সর্তক থাকে। জানা গেছে, কেন্দ্রের কাছ থেকে সতর্কবার্তা লাভ করে রাজ্যের সীমান্তগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সীমান্তে চলছে সীমান্ত সুরক্ষা বাহিনীর কড়া টহলদারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *