BRAKING NEWS

ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট সমেত মহিলাসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল রাজ্যের পুলিশ। ধর্মনগরের মণ্ডপপাড়ায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার পুলিশ এই অভিযান সংগঠিত করে। অভিযানে পুলিশ নেশার ট্যাবলেট ছাড়াও দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে। দুই নেশা কারবারিদের মধ্যে একজন মহিলা। ধৃত মহিলার নাম হাফিজা বেগম। অপর অভিযুক্ত নেশা কারবারী বাদশা মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ ধৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এ ধরনের ভয়ামক ব্যবসার সাথে জড়িত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ধৃতদের কাছ থেকে জানা গেছে। মোট ৩৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নেশার ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এই অভিযান জারি আছে বলে পুলিশ জানিয়েছে।

আয়ুর্বেদিক প্রোডাক্টের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল ফেন্সিডিল ব্যবসা। এই কালো ব্যবসার সঙ্গে যুক্ত অভিযোগে জনৈক ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে আরকেপুর (উদয়পুর) থানার পুলিশ আইএস অফিসের পাশে রতন সরকারের বাড়িতে হানা দেয়। বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আয়ুর্বেদিক প্রোডাক্টের সাথে দেড় কার্টুন ফেন্সিডিল উদ্ধার করেছে। জানা গেছে, ফেন্সিডিল-সহ পুলিশ অসাধু ব্যবসায়ী রতন সরকারকে থানায় নিয়ে আসে এবং সোমবার তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে হাজতে পাঠিয়েছে। জানা গেছে, প্রয়াত নরেন্দ্র সরকারের ছেলে রতন সরকারকে এলাকার মানুষ আয়ুর্বেদিক ওষুধের ব্যবসায়ী হিসেবে জানতেন। কিন্তু পুলিশের কাছে খবর ছিল, রতন সরকার আয়ুর্বেদিক প্রোডাক্টের আড়ালে ফেন্সিডিলের ব্যবসা করতো। সেই খবরের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে রতন সরকারের বাড়িতে হানা দেয় এবং দেড় কার্টুন ফেন্সিডিল উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *