BRAKING NEWS

প্রধান শিক্ষকের বদলি রুখতে শান্তিরবাজারে বিদ্যালয়ে তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের অন্যত্র বদলি করার প্রতিবাদে বিগত দুদিন ধরে শান্তিরবাজার মহকুমার মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের রাজপ্রসাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ৷ সুকলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা৷ তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বদলি রুখতে হবে৷ তাঁকে অন্যত্র বদলি করা যাবে না৷ যদি তাঁদের দাবি মেনে না নেওয়া হয় তা-হলে সুকল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য৷ ক্লাস বয়কটের কর্মসূচি চলতে থাকবে বলে জানানো হয়েছে সুকলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের তরফ থেকে৷


জানা গেছে, এখনও এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতর থেকে কোনও নয়া নির্দেশিকা আসেনি৷ যার দরুন সুকলের প্রধানশিক্ষকের বদলি আটকানো ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান শান্তিরবাজার বিদ্যালয়সমূহের পরিদর্শক দুলাল বিশ্বাস৷
উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমার মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের রাজপ্রসাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে৷ কিন্তু এই প্রধানশিক্ষককে বদলের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না সুকলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷ সেজন্য গত শুক্রবার থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে৷ তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ের মূল গেটে৷ ফলে বিগত তিনদিন ধরে সুকলের পঠনপাঠন একেবারে লাটে উঠেছে৷


জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা শান্তিরবাজার বিদ্যালয়সমূহের পরিদর্শক দুলাল বিশ্বাসের হাতে এক স্মারকপত্র প্রদান করেছে৷ স্মারকপত্রের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি জানানো হয়েছে, বর্তমান প্রধানশিক্ষককে যেন অন্যত্র বদলি না করা হয়৷ সুকলের ছাত্রছাত্রীরা জানিয়েছে, এই প্রধানশিক্ষক যেভাবে বিদ্যালয় চালাচ্ছিলেন তা ঠিকই চলছিল৷ তারা জানিয়েছে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং সুকল বন্ধ থাকবে ও বয়কটও চলতে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *