BRAKING NEWS

অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি, ধন্যবাদজ্ঞাপন পীযূষ গোয়েলকে

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রীর থেকে অনুমতি নিয়ে চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সঙ্গে স্ত্রীকেও নিয়ে গিয়েছিলেন| চিকিত্সার পর কিছুদিন আগেই দেশে ফেরেন জেটলি| প্রায় এক মাসেরও বেশি সময় পর শুক্রবার অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই শুক্রবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জেটলি জানান, ‘শুক্রবার অর্থমন্ত্রকের দায়িত্ব গ্রহণ করলাম| সযত্নে এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য শ্রী পীযূষ গোয়েলজীর প্রতি কৃতজ্ঞ|’ অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেও, চলাফেরায় আরও কিছুদিন বাধা থাকতে পারে|


আমেরিকায় চিকিত্সার পর গত সপ্তাহেই দেশের ফেরেন জেটলি| শারীরিক অসুস্থতার জন্য নরেন্দ্র মোদী সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে পারেননি জেটলি| জেটলির অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন পীযূষ গোয়েল| শুক্রবার সকালে অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে যোগ দেন জেটলি| বৈঠক শেষে পুলওয়ামা জঙ্গি হামলা প্রসঙ্গে জেটলি বলেছেন, ‘পাকিস্তানকে মোস্ট ফেভারেড নেশনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল| বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ জেটলি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে পদক্ষেপ করবে বিদেশমন্ত্রক| হামলাকারী ও সমর্থনকারীকে এমন শিক্ষা দেওয়া হবে যে তারা ভুলতে পারবে না| শহিদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে|’প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| চিকিত্সার পর তিনি দেশের ফেরেন ৯ ফেব্রুয়ারি| এই সময়ের মাঝে গত ২৩ জানুয়ারি অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় রেল এবং কয়লা মন্ত্রী পীযূষ গোয়েলকে| এই প্রথম নয়, এর আগেও একবার চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *