BRAKING NEWS

অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলা : ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাজীব সাক্সেনা

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় রাজীব সাক্সেনাকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানাল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানালেন রাজীব সাক্সেনা| এদিন উভয়পক্ষের শুনানি শেষে রাজীব সাক্সেনাকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| এছাড়াও বুধবারের মধ্যে এইমস থেকে রাজীব সাক্সেনার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে| গত ৮ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনাকে আরও ৪ দিনের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

প্রায় এক দশক পুরনো অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলার অন্যতম অভিমুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| গত জানুয়ারি মাসে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীব ও অপর অভিযুক্ত দীপক তলোয়ারকে গ্রেফতার করেছিল ইডি| এরপর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে রাজীবকে প্রথমে ৪ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়| এরপর গত ৪ ফেব্রুয়ারি রাজীবকে আরও ৪ দিনের হেফাজতে নেয় ইডি| ৪ দিনের হেফাজতের সময়সীমা শেষ হলে, গত শুক্রবার ফের রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদন মঞ্জুর করে রাজীব সাক্সেনাকে আরও ৪ দিন ইডি-র হেফাজতে পাঠায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| মঙ্গলবার আবারও হেফাজতের সময়সীমা শেষ হয়| এদিন রাজীব সাক্সেনাকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়| কিন্তু, পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি ইডি| আদালতে ইডি-র পক্ষ থেকে জানানো হয়, ‘রাজীব সাক্সেনাকে আমরা পুনরায় হেফাজতে নিচ্ছি না|’ পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন রাজীব সাক্সেনা| আদালতে রাজীব জানান, তিনি একজন লিউকেমিয়া রোগী এবং এলএনজেপি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন|


এরপরই রাজীব সাক্সেনাকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| এছাড়াও বুধবারের মধ্যে এইমস থেকে রাজীব সাক্সেনার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে| উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| এই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে গৌতম খৈতানেরও| এই মুহূর্তে ইডি-র হেফাজতে রয়েছেন গৌতম| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *