BRAKING NEWS

রাজস্থানে সোয়াইন ফ্লুর বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস, তোপ বসুন্ধরা রাজের

কোটা (রাজস্থান), ২২ জানুয়ারি (হি.স.) : রাজস্থানে সোয়াইন ফ্লুতে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত ১২৩৩। সোয়াইন ফ্লুয়ের বাড়বাড়ন্তের জন্য রাজ্যের কংগ্রেস সরকারকে দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সোয়াইন ফ্লুর মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার বলে দাবি করেছেন তিনি।


সোমবার সন্ধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র ঝালাওয়ারে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বসুন্ধরা রাজে বলেন, কংগ্রেস সরকার যদি সতর্ক থাকত তবে সোয়াইন ফ্লুতে এত মানুষ প্রাণ হারাত না। গোটা রাজ্য সোয়াইন ফ্লুতে আক্রান্ত। দ্রুত গতিতে তা বেড়েই চলেছে। কিন্তু, কংগ্রেস সরকার নির্বিকার। গোটা দেশে বর্তমানে ২০০০ সোয়াইন ফ্লুর ঘটনা সামনে এসেছে। তার মধ্যে ১১৭৫টি রাজস্থানে ঘটেছে। 
পাশাপাশি কংগ্রেসের কৃষি ঋণ মকুবের নীতির বিরুদ্ধে তোপ দেগে বসুন্ধরা রাজে বলেন, কৃষকদের বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছিল, তা পূরণ হয়নি। এমনকি দশদিনের মধ্যে কৃষি ঋণ মকুবের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুরোপুরি গিমিক। এমনকি ৩৫০০ বেকার ভাতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনও পূরণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *