BRAKING NEWS

এনসিইআরটি পাঠ্যক্রম চালুর পূর্বে শিক্ষকদের নিয়ে র্যালী করার উদ্যোগ নিচ্ছে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ এনসিইআরটি সিলেবাস চালু করার পূর্বে বিদ্যালয় শিক্ষা দপ্তর আগরতলায় শিক্ষকদের নিয়ে একটি র্যালীর আয়োজন করবে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রবিবার আগরতলায় ত্রিপুরা গভঃ এডুকেশন অফিসার্স এসোসিয়েশন এবং ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী৷ এই সেমিনারে মূল বিষয় হচ্ছে বিদ্যালয়ে শিক্ষায় এনসিইআরটি সিলেবাস কার্যকর৷ মহারাণী তুলসীবতী বালিকা সুকলে এই সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশ দিনে দিনে আধুনিক হচ্ছে৷ সেই সাথে সাযুজ্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তোলা হচ্ছে৷ তিনি গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ত্রিপুরায় যেখানে সাক্ষরতার হার ৯৭ শতাংশ সেখানে এরাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের হার অত্যন্ত নগন্য৷

তিনি এথেকে বেরিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে৷ শিক্ষার পরিকাঠামো যেমন উন্নত করা হবে তেমনি শিক্ষা পদ্ধতিতেও আধুনিকতার ছোঁয়া থাকবে৷ তবে, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাঁরাই পারেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে, গুণগত শিক্ষা দিতে৷ যাতে করে এরোজ্যের ছেলেমেয়েরাও সর্বভারতীয় স্তরে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে৷ তিনি বলেন, শিক্ষা দপ্তর এসসিইআরটি এবং এনসিইআরটির সাথে আলোচনা করছে রাজ্যে আধুনিক টিচার্স ডায়রী চালু করার জন্য, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *