BRAKING NEWS

বিজেপি দেশের ১২৫ কোটি মানুষের সঙ্গে জোট বেঁধেছে, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : কলকাতার বিগ্রেডে বিরোধীদের তথাকথিত মহাজোটের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলীয় কর্মীদের বৈঠকে এমনই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ওরা নিজেদের মধ্যে জোট বেঁধেছে। আর আমরা ১২৫ কোটি মানুষের সঙ্গে জোট বেঁধেছি।”শনিবার কলকাতায় বিজেপি বিরোধী নেতাদের নিয়ে ‘ইউনাইটে়ড ইন্ডিয়া ব়্যালি’ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিরোধীদের এই জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “এই মহাজোটে দুর্নীতিবাজদের। নেতিবাচক, অস্থিরতার জোট এটি। নামদার পরিবারের লোকেদের সুবিধা পাইয়ে দিতে এই জোট গড়া হয়েছে। এই জোটে অসাম্যের। যে মঞ্চে দাঁড়িয়ে তারা দুর্নীতির কথা বলেছে সেই মঞ্চেই এক নেতা বোফর্সের স্মৃতিচারণ করেন। সত্যিটা অবশেষে বেড়িয়ে আসে। এই জোট নামদার লোকেদের। বড়লোকদের জন্য এই জোট তৈরি করা হয়েছে।”বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “বর্তমান কেন্দ্রীয় সরকার বিরোধীদের নিদ্রাহীন রাত কাঁটাতে বাধ্য করেছে। ২০১৯ সালের নির্বাচনে হেরে যাবে বলে বিরোধীরা এখন বাহানা তৈরি করতে ব্যস্ত। ইতিমধ্যেই ইভিএম বিরুদ্ধে তারা সরব হয়েছে। তারা জনগণকে বোকা মনে করে, তাই বারেবারে রঙ পাল্টায়। কিন্তু জনগণ বোকা নয়।”


আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, আর্থিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ সাহায্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।প্রসঙ্গত, এদিন মহারাষ্ট্র এবং দক্ষিণ গোয়ার বুথস্তরের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বৈঠকে করেন প্রধানমন্ত্রী।প্রসঙ্গত, ব্রিগেডের সভায় ছিলেন বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনকি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও। শনিবারের ব্রিগেড মঞ্চে ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লা, তামিলনাড়ুর ডিএমকে নেতা স্ট্যালিন, প্রাক্তন বিজেপি নেতা অরুণ শৌরি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন, এনসিপি নেতা শরদ পওয়ার, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং মল্লিকার্জুন খড়গে, বহুজন সমাজ পার্টির প্রতিনিধি সতীশ মিশ্র, সমাজবাদী পার্টি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় জনতা দল নেতা এবং লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। ছিলেন এখনও বিজেপিতে থাকা বিজেপি নেতা শত্রুঘ্ন সিন্হাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *