BRAKING NEWS

খারদুং লা-তে তুষারধসে এখনও নিখোঁজ ৩, তদন্তের নির্দেশ দিল প্রশাসন

শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি. স.) : লাদাখের খারদুং লা-তে তুষারধসে এপর্যন্ত উদ্ধার হওয়া সাতজনের মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। এখনও খোঁজ মেলেনি তিনজনের। সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। উল্লেখ্য, শুক্রবার সকালে কাশ্মীরের লাদাখ জেলার খারদুং লা মাউন্টেন পাস এলাকায় প্রবল তুষারধসের কবলে পড়ে একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| লাদাখের রাজধানী লেহ থেকে ১৭,৫০০ ফুট উঁচু খারদুং লা গিরিপথে বরফ তুলে আনতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| একটি টিপারে বরফ বোঝাই করার পরে অন্যটিতে যখন বরফ তোলা হচ্ছিল, সেই সময় আচমকাই স্করপিও গাড়ি ও টিপারের উপর এসে পড়ে প্রচুর পরিমাণে বরফ| ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ১০ জন| যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালানোর পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছিল, শনিবার উদ্ধার করা হয়েছে আরও দুটি দেহ|

সবমিলিয়ে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জন| তাঁদের মৃত্যুর কারণ জানতে এদিন তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এখনও নিখোঁজ ৩ জন| তাঁরা বেঁচে রয়েছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে উদ্ধারকারী দল| এখনও চলছে উদ্ধারকাজ।লেহর ডেপুটি কমিশনার অবনী লাভাসার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিন এবিষয়ে এলাকার প্রশানিক নেতৃত্ব রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেছেন। ক্ষতিগ্রস্তদের পরিবারকে যথাসম্ভব সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল প্রসঙ্গত, খারদুং লা বিশ্বের অন্যতম উচ্চ যানবাহন চলাচলকারী সড়ক পথ| কাশ্মীরে গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে| বৃহস্পতিবারই কাশ্মীরের ন’টি তুষারপ্রবণ জেলা-অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ-তে সতর্কবার্তা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর| ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে| এরই মধ্যে শুক্রবার সকালে ঘটে মারাত্মক ঘটনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *