BRAKING NEWS

২০২৫ সালের মধ্যেই নির্মাণ হোক রাম মন্দির, এটাই আমাদের ইচ্ছে : ভাইয়াজি যোশী

অযোধ্যা, ১৮ জানুয়ারি (হি.স.): গগনচুম্বী প্রত্যাশা, প্রত্যাশা হিসেবেই রয়ে গিয়েছে| গত ১০ জানুয়ারি আবারও পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন| ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হলেও, অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি কবে থেকে শুরু হবে, তা এখনও অজানা| এমতাবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ ভাইয়াজি যোশী জানিয়েছেন, ‘আমাদের ইচ্ছে হল ২০২৫ সালের মধ্যেই নির্মাণ হোক রাম মন্দির| মূলত এটাই আমাদের ইচ্ছে, এ বিষয়ে সরকারকেই ভাবতে হবে| যদি, আজ থেকে শুরু হয় তাহলে ৫ বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণ সম্পন্ন হবে|’


উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| আগামী ২৯ তারিখ (মঙ্গলবার) অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের নতুন সাংবিধানিক বেঞ্চে| এই প্রথম নয়, এর আগেও বারবার পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় মোটেই খুশি নয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| অসন্তুষ্ট অযোধ্যা মামলার অন্যতম আবেদনকারী রাম জন্মভূমি নির্মাণ সমিতির অধ্যক্ষ মহন্ত ধরম দাসও| প্রসঙ্গত, ২০১০ সালে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *