BRAKING NEWS

ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা, জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় দুঃসাহসিক ডাকাতি

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): আবারও প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা| বৃহস্পতিবার ভোরে দিল্লির উপকণ্ঠে বাদলি স্টেশনে জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় অবাধে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের একটি দল জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের বি ৩ এবং বি ৭ কামরায় লুঠপাট চালায়| ট্রেনের দু’টি কামরায় ৭-১০ জন দুষ্কৃতী লুঠপাট চালায় বলে জানা গিয়েছে| যাত্রীদের মোবাইল ফোন, টাকা, এটিএম কার্ড ও গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে| দিল্লি থেকে সামান্য দূরে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে| দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ|


উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে দিল্লি থেকে কিছুটা দূরে জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের দু’টি কামরায় লুঠপাট চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের একটি দল| জম্মু-দিল্লি দূরন্ত এক্সপ্রেসের বি ৩ এবং বি ৭ কামরায় লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা| যাত্রীদের কাছে থেকে বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, এমনই মনে করা হচ্ছে| উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ| দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে| যাত্রীদের দাবি, সবে মাত্র ট্রেনটি থেমেছিল বাদলি স্টেশনে তখনই জনা ৭-১০ জন হুড়মুড়িয়ে ট্রেনের ভিতরে ঢুকে পড়ে| তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল| মুহূর্তের মধ্যেই দু’টি কামরা লণ্ডভণ্ড করে দেয় আততায়ীরা| নিমেষের মধ্যেই যাত্রীদের মোবাইল ফোন, এটিএম কার্ড-সহ বহু মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা| যাত্রীরা অনলাইনে অভিযোগ জানিয়েছেন, তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে অবাধে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা| সেই সময় ট্রেনটিতে নিরাপত্তা রক্ষী ছিল না বলে অভিযোগ উঠছে| ডাকাতির তদন্তভার রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *