BRAKING NEWS

কর্ণাটকের জোট সরকারের স্থায়ীত্ব নিয়ে আশাবাদী মল্লিকার্জুন খারগে

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের স্থায়িত্ব আশাবাদী বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে। বিজেপি যত প্রচেষ্টাই করুক না কেন সরকার ফেলতে তারা পারবে না বলে মঙ্গলবার দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ।এদিন মল্লিকার্জুন খারগে বলেন, ‘বিজেপি যত প্রচেষ্টাই করুক না কেন। সরকার স্থায়ী থাকবে। আদর্শকে সামনে রেখে ভোটে জিতে বিধায়ক হয়েছে। তাই কেউ দল ছেড়ে যাবে না। বিজেপি চেষ্টা করুক। এতে তারা অভ্যস্ত। কিন্তু সফল হবে না। ২০০৮ সালেও একই ভাবে চেষ্টা চালিয়েছিল বিজেপি।

কিন্তু সফল হননি। আমি মুখ্যমন্ত্রী কুমারস্বামী এবং সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেছি। সবাই আশ্বস্ত করেছে সরকার স্থায়ী থাকবে।কংগ্রেসের আর এক নেতা জামির আহমেদ জানিয়েছেন, ‘আমাদের পাঁচ জন বিধায়ক এখন মুম্বইতে রয়েছে। দল ভাঙ্গানোর প্রচেষ্টা হলে আমরাও চুপ থাকব না। আমি নিশ্চিত করে বলে পারি দল ছেড়ে কেউ যাবে না।’ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার জানিয়েছেন, ‘বিধায়কেরা আমাদের সঙ্গে রয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ আমরা। তারা কোনও নোংরা রাজনীতি করছে না। মহাজোটের বিরুদ্ধে বিজেপি বিভ্রান্তমূলক প্রচার করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *