BRAKING NEWS

সন্ত্রাস ও মাও নাশকতা ৮০ শতাংশ কমে গিয়েছে : রাজনাথ সিং

লখিমপুর খেরি, ১৪ জানুয়ারি (হি.স.) : বিগত সাড়ে চার বছরে সন্ত্রাসবাদী এবং মাওবাদীদের নাশকতার ঘটনা ৮০ শতাংশ কমে গিয়েছে। সোমবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।এদিন লখিমপুর খেরিতে এসএসবি-র প্রশাসনিক এবং আবাসিক ভবন উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীর উপত্যকাকে অশান্ত করার সমস্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থা অতিসক্রিয়তার জন্যই তা সম্ভব হয়েছে।

সন্ত্রাসবাদ এবং মাওবাদীদের নাশকতার ঘটনা ৮০ শতাংশ কমে গিয়েছে।দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বিগত সাড়ে চার বছরে ভারতের আর্থিক বৃদ্ধি অনেক বেশি গতিশীল হয়েছে। এমন আন্তজার্তিক মঞ্চেও তা স্বীকৃত হয়েছে। বৃহদ অর্থনৈতিক দেশ হিসেবে ২০১৪ সালে ভারতের স্থান ৯ নম্বর ছিল। এখন ভারত ৬ নম্বরে উঠে এসেছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে অন্যতম হবে ভারত। আয়ুষ্মান ভারত আরোগ্য যোজনা প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত সাড়ে সাত কোটি মানুষের চিকিৎসা এর মাধ্যমে হয়েছে। গরিব মানুষদের চিহ্নিত করে তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিজেপিকর্মীদের এগিয়ে আসতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *