BRAKING NEWS

রাজ্যের দশটি জায়গায় কৃষকদের কাছ থেকে ধান কিনবে এফসিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজ্যের ১০টি জায়গা থেকে নূ্যনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনবে ভারতীয় খাদ্য নিগম৷ আগামী ১৫ ডিসেম্বর কমলপুরের কলাছড়ি এগ্রি সেক্টর অফিস কমপ্লেক্সে ধান কেনার কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করা হবে৷ ধানের নূ্যনতম সহায়ক মূল্য ধরা হয়েছে প্রতি কুইন্টাল ১৭৫০ টাকা৷ এই প্রথম রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছে এফসিআই৷ এনিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে৷ ধান কেনার কর্মসূচি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷
কৃষকদের কাছ থেকে ধান কেনার কর্মসূচি সফল করতে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর ব্যাপক ব্যবস্থা নিয়েছে৷ কমলপুরের কলাছড়ি এগ্রি সেক্টর অফিস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনার পর আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মহকুমার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তেলিয়ামুড়া এগ্রি রেগুলারিটি মার্কেটে এবং খোয়াইয়ের গণকি খাদ্য গুদামে মহকুমা এলাকার কৃষকদের ধান ক্রয় প্রক্রিয়া চলবে৷ আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শান্তিরবাজার জোলাইবাড়ির কৃষকদের ধান ক্রয় করা হবে বাইখোরা মার্কেট কমপ্লেক্সে, উদয়পুর মাতাবাড়ির কৃষকদের ধান ক্রয় করা হবে মাতাবাড়ি ওল্ড কমপ্লেক্সে, উদয়পুর৷ কাকড়াবনের কৃষকদের ধান ক্রয় করা হবে কাকড়াবন কমিউনিটি হলে এবং সোনামুড়ার কৃষকদের ধান ক্রয় করা হবে কৃষি দপ্তরের অধীন সোনামুড়া পাইকারি সবজি বাজারে৷ এছাড়া ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিশালগড়ের কো অপারেটিভ অফিস কমপ্লেক্সে,মোহনপুরের তারাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং জিরানিয়ার মাধববাড়ি খাদ্য গুদাম প্রাঙ্গণে কৃষকদের কাছ থেকে নূ্যনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে৷
এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত গুণমান পরীক্ষা সাপেক্ষে একজন কৃষক সর্বোচ্চ ১৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন৷ বিক্রিত ধানের মূল্য হিসাবে প্রাপ্ত অর্থরাশি সংশ্লিষ্ট কৃষকদের স্ব স্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৪ দিনের মধ্যে ভারতীয় খাদ্য নিগম প্রদান করবে৷ সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য আগ্রহী কৃষকদের সংশ্লিষ্ট এলাকার কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ফার্মাস রেজিস্ট্রেশনের মাধ্যমে সার্টিফিকেট নেয়ার জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে৷ উল্লেখ্য, এই কর্মসূচিতে ভারতীয় খাদ্য নিগম রাজ্যের কৃষকদের কাছ থেকে ১০ হাজার মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বলে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে জানানো হয়েছে৷

বেনজীর ঘটনা স্বরাষ্ট্র দপ্তরে, রাতভর থানার ওসিদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নজীরবিহীন ঘটনা৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিকেল ৩টায় বৈঠক শুরু হয়৷ ১২ ঘন্টারও বেশি সময় ধরে চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা৷ পরদিন ভোর ৪টা ১৫ মিনিটে সেই বৈঠক সমাপ্ত হয়৷ সম্ভবত রাজ্যের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সারা রাত আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই বৈঠকে রাজ্যের প্রত্যেক থানার ওসি’র সাথে পৃথকভাবে আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন৷
রাজ্যে চলতি বছরে অপরাধ বেড়েছে৷ অক্টোবর পর্যন্ত মোট ৯৯৩৩টি অপরাধের ঘটনা লিপিবদ্ধ হয়েছে৷ ২০১৭ সালে মোট অপরাধ লিপিবদ্ধ হয়েছিল ৮২৯১টি৷ গড়ে প্রতি মাসে ৬৯১টি অপরাধ সংঘটিত হয়েছিল ২০১৭ সালে৷ কিন্তু, চলতি বছরে গড়ে প্রতি মাসে অপরাধ সংঘটিত হয়েছে ৯৯৩টি৷ নতুন সরকার গঠিত হওয়ার পর আট মাসে গড়ে অপরাধ সংঘটিত হয়েছে ১০২৯টি৷ রাজ্য পুলিশের ওয়েবসাইট থেকে এই তথ্য মিলেছে৷ স্বাভাবিকভাবে রাজ্যে অপরাধ বৃদ্ধি বিজেপি-আইপিএফটি জোট সরকারকে চিন্তায় ফেলেছে৷
ফলে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সতর্ক করার জন্য ম্যারাথন বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগরতলায় প্রজ্ঞা ভবনে রাজ্যের সমস্ত থানার ওসিদে’র সাথে পৃথকভাবে আলোচনা করেছেন তিনি৷ ওই বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্ল, এডিজি রাজীব সিং এবং মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব মিলিন্দ রামটেকে উপস্থিত ছিলেন৷
জানা গেছে, রাজ্যের সমস্ত থানার ওসি’দের দায়িত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী৷ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য তিনি কড়া বার্তা দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, যে কোন অপরাধের জন্য সংশ্লীষ্ট থানার ওসিকে জবাবদিহি করতে হবে৷ শুধু তাই নয়, এলাকায় প্রত্যেকটি বাড়িতে কি ঘটছে তা নজরে রাখতে হবে৷
রাজ্যে মাদক পাচার বাণিজ্য শূণ্যের কোঠায় নেওয়ার জন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে অপরাধের হার কমাতে চরম পদক্ষেপ নিতে পুলিশ যেন কোনভাবেই পিছপা না হয়৷ রাজনৈতিক প্রভাব যেন পুলিশের কাজে বাধা না হয়, তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *