BRAKING NEWS

মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য ১২১ বিধায়কের সমর্থন রয়েছে কংগ্রেসের : নরেন্দ্র সালুজা

ভোপাল, ১২ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য কংগ্রেসের কাছে ১২১ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র নরেন্দ্র সালুজা। বুধবার সকালে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসে। কংগ্রেসের দখল গিয়েছে ১১৪টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১১৬টি আসন। এমন পরিস্থিতিতে কংগ্রেসের তরফে নরেন্দ্র সালুজা জানিয়েছেন, সরকার গড়তে কংগ্রেসের কাছে ১২১টি বিধায়কের সমর্থন রয়েছে। দুইজন বসপা, একজন সপা, চার নির্দল মিলিয়ে কংগ্রেসের হাতে রয়েছে ১২১ বিধায়ক। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকার গড়ার দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দ্বিগ্বিজয় সিং, অরুণ যাদব, বিবেক টাঙ্কা।
রাজ্যপালের সঙ্গে কংগ্রেস প্রতিনিধিদের বৈঠকের পর নরেন্দ্র সালুজা জানিয়েছেন, নির্বাচনের পর বিধানসভায় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। বসপা, নির্দল এবং সপার সমর্থনের পর এখন গরিষ্ঠতা রয়েছে কংগ্রেসের কাছে। উল্লেখ্য, প্রায় ১৫ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যূত হতে হয়েছে বিজেপিকে। এই বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৯টি আসন। কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জুটি টেক্কা দিয়েছে বিজেপিকে। আসনের সংখ্যায় পিছিয়ে থাকলেও শতাংশের হারে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট, কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪০.৯ শতাংশ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *