BRAKING NEWS

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্ট জয় করল টিম ইন্ডিয়া

অ্যাডিলেড, ১০ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় করল টিম ইন্ডিয়া। ম্যাচের চতুর্থদিন থেকেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বিরাট ব্রিগেড। সোমবার পঞ্চমদিনে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বোলারদের ভেলকিতে ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ২০০৩ সালের পর এই প্রথম অ্যাডিলেড টেস্ট জয় করল ভারত।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটে ১০৪ রান। হাতে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া শুরু করলেও, বোলারদের ভেলকিতে ম্যাচ ভারতের হাতের মুঠোয় চলে আসে। শুরুতেই আঘাত হানেন ইশান্ত শর্মা। ১৪ রান করে ফিরে যান ট্র্যাভিস হেড। এরইমধ্যে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শন মার্শ। তাঁর কাঁধে ভর দিয়েই ১৫০ রানের গণ্ডী পেরোয় ভারত। ৭২.১ ওভারে তাঁর উইকেট তুলে দিয়ে দলের স্বস্তি ফিরিয়ে দেন বুমরা। ৬০ রান করে মার্শ যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন অজিদের স্কোর ১৫৬/৬। ৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নিয়ে ফের ইশান্তকে আক্রমণে আনেন বিরাট। মধ্যহ্নভোজের বিরতির পর বুমরার বাউন্সারে খোঁচা দিয়ে ফিরে যান পেইন।
এরপর কামিনস ও স্টার্কের যুগলবন্দি অজিদের টার্গেটকে নামিয়ে আনে ১০০ রানে। তবে কিছুক্ষণের মধ্যেই সামির বলে ড্রাইভ করতে গিয়ে পন্থের হাতে ধরা পড়েন স্টার্ক(২৮)। একই টেস্টে ১১টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন পন্থ। এরপর বুমরার বলে প্রথম স্লিপে বিরাটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কামিনস(২৮)। অজিদের কফিনে শেষ পেরেক পোঁতেন অশ্বিন। হ্যাজেলউডের উইকেট তুলে নিয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০-এ এগিয়ে দেন দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *