BRAKING NEWS

স্ত্রী-বিয়োগ সামলাতে পারলেন না, জীবনাবসান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-এর

হিউস্টন, ১ ডিসেম্বর (হি.স.): চলতি বছরের ১৭ এপ্রিল টেক্সাসের হিউস্টনে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ| স্ত্রীর মৃত্যু বিয়োগে অসুস্থ হয়ে পড়ছিলেন আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ| রক্ত সংক্রমণ জনিত অসুস্থতার কারণে স্ত্রীর মৃত্যুর বেশ কয়েকদিন পর, ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-কে| তারপর থেকে আর তিনি সুস্থ হয়ে ওঠেননি| চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ-কে| আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|
কম রক্ত চাপ এবং ক্লান্তির কারণে চলতি বছরের ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-কে| বেশ কিছুদিন চিকিত্সার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়| এরপর ফের অসুস্থ হয়ে পড়েছিলেন জর্জ হার্বার্ট ওয়াকার বুশ| শেষমেষ আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার (৩০ নভেম্বর) চিরঘুমে শায়িত হলেন আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *