BRAKING NEWS

মায়ানমার-ভারত সীমান্তে পরপর দু’বার ভূকম্পন, কম্পাঙ্ক যথাক্রমে ৩.৯ এবং ৫.৫

ইটানগর ও ইম্ফল, ২৮ নভেম্বর (হি.স.) ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার পরপর দু’বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার-ভারত সীমান্তবর্তী অঞ্চল| বুধবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ প্রথমে ৩.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (মণিপুর) সীমান্তবর্তী অঞ্চল| এরপর বিকেল ৩.৪৭ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (অরুণাচল প্রদেশ) সীমান্তবর্তী অঞ্চল| পৃথক ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বুধবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ প্রথমে ৩.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (মণিপুর) সীমান্তবর্তী অঞ্চল|ভূমিকম্পের উত্সস্থল ছিল অক্ষাংশ ২৪.৪ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৪.৬ পূর্ব, ভূপৃষ্ঠের ১১৭ কিলোমিটার গভীরে| এরপর বিকেল ৩.৪৭ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (অরুণাচল প্রদেশ) সীমান্তবর্তী অঞ্চল| ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৭.৩ উত্তর অক্ষাংশ এবং ৯৬.৯ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *