BRAKING NEWS

রাজপথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহিলার হার ছিনতাই, পরে উদ্ধার, গ্রেপ্তার দুসৃকতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ণ এলাকা থেকে জনৈক মহিলার গলার হার হার ছিনতাই হয়েছে৷ তবে পুলিশি তৎপরতায় ছিনতাইবাজ ধরা পড়েছে এবং উদ্ধার হয়েছে হারটি৷ ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে রবীন্দ্র ভবনের সামনে৷ জানা গেছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জনৈক মহিলা৷ এমন সময় আচমকা দুই বাইক আরোহী যুবক মুহলার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায় সোনার হার৷ মহিলা চিৎকার দেন৷ ইত্যবসরে পালিয়ে যায় দুই দুসৃকতিকারী৷ সে সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ ছিলেন৷ কেউ কিছু বোঝার আগেই ছিনতাইবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাইবাজকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে৷

পশ্চিম আগরতলা থাকা সূত্রে জানা গেছে, প্রাকশ্য দিনের বেলা আজ রাজধানী আগরতলায় মহিলার সোনার হার ছিনতাই করে ধরা পড়েছে ছিনতাইবাজ৷ সূত্র জানিয়েছে, বেলা বারোটা নাগাদ মোটর বাইকে করে দুই দুসৃকতী পিস্তল দেখিয়ে মহিলার দলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷ মহিলার চিৎকার শুনে অন্যান্য লোকজন জড়ো হন এবং পশ্চিম আগরতলা থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশের মোবাইল বাহিনী ঘটনাস্থলে আসে এবং মহিলার কাছ থেকে ছিনতাইবাজদের চেহারার বিবরণ জেনে পাকড়াও অভিযান শুরু করে৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছিনতাইবাজরা রাজধানীর পার্শ্ববর্তী রাজনগর এলাকায় রয়েছে৷ পুলিশ রাজনগরে ছুটে যায়৷ পুলিশ দেখে এক ছিনতাইবাজ পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য ছিনতাইবাজ ধরা পড়ে৷ একাজ্যে ব্যবহৃত মোটরবাইক এবং একটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ব্যাগের মধ্যে একটি পিস্তল, একটি দা, একটি ছুরি এবং ছিনতাই করা হার পাওয়া গেছে বলে পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারীক সুব্রত চক্রবর্তী জানান৷ তবে, তদন্তের স্বার্থে তিনি ধৃত ছিনতাইবাজের নাম এবং চেহারা গোপন রেখেছেন৷ তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপর ছিনতাইবাজকে খুব দ্রুত তারা জালে তুলতে সক্ষম হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *