BRAKING NEWS

সপ্তম বেতন কমিশন, বিস্তর সমস্যা সত্বেও ঐতিহাসিক সিদ্ধান্ত, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বিস্তর সমস্যা থাকা সত্বেও রাজ্যে বিজেপি – আইপিএফটি জোট সরকার মঙ্গলবার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সপ্তম বেতন কমিশন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকারের কর্মচারীদের উপর দীর্ঘ বঞ্চনার ইতি টেনেছে প্রগতিশীল, উন্নয়নকামী ও জনদরদি সরকার৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, প্রতিকূল পরিস্থিতিতে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্ত ঐতিহাসিক৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজেপি৷

তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যবাসীর কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল৷ জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়ে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তা বাস্তবায়নের জন্য কমিশন গঠনের ঘোষণাও করা হয়েছিল৷ যদিও রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনাকে চিরস্থায়ী করতে বামফ্রন্ট সরকার বহু জটিলতার সৃষ্টি করে রেখেছিল৷ আর কমিশন এসব দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে৷ উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্বতন জনবিরোধী, কর্মচারী-বিরোধী সরকারের সৃষ্ট গ্যাঁড়াকল ভাঙতে কমিশন এবং রাজ্য প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ অন্যথায় আরও আগেই কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা এর সুবিধা পেয়ে যেতেন বলে জানিয়েছেন দলের সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷

প্রতিমা ভৌমিকের কথায়, এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি নেতৃত্ব সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মন্ত্রিসভার সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছে৷ তিনি বলেন, সরকারি কর্মচারীদের পে কমিশন ঘোষণার মাধ্যমে প্রমাণ হল বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তার খেলাপ করে না, অক্ষরে অক্ষরে পালন করে৷ বামফ্রন্ট সরকারের সৃষ্ট সমস্যার জন্য সপ্তম বেতন কমিশন লাগু করতে বেশ কিছুটা সময় লেগে গেছে৷ যদিও এ নিয়ে কর্মচারী বিরোধী সিপিআইএম নেতারা বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে গেছেন৷ কিন্তু সরকার এবার সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে প্রতিক্রিয়াশালী গোষ্ঠীকে যোগ্য জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *