BRAKING NEWS

বুলডোজার নিয়ে রাজপথে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং পথচারীদের চলাফেরায় স্বাচ্ছন্দ আনতে কঠোর হয়েছে

হকার উচ্ছেদ অভিযান ঘিরে দিনভর রাজপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ছবি নিজস্ব৷

প্রশাসন৷ গত কদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় ফটুপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে৷ মঙ্গলবার শহরের সবচেয়ে ব্যস্ততম রোড মোটরস্ট্যান্ড থেকে পোস্টফিস চৌমুহনী পর্যন্ত মূল সড়কের দুই পাশে সব হকারকে উচ্ছেদ করার অভিযানে নেমেছে পুলিশ ও পুর প্রশাসন৷ তবে, এই হকার উচ্ছেদ অভিযানে গিয়ে পুলিশ প্রশাসনকে রীতিমতো হকারদের তোপের মুখে পড়তে হয়েছে৷

সংবাদে প্রকাশ, এদিন সকাল নয়টা নাগাদ পুর পরিষদের টাক্স ফোর্স এবং পুলিশ যৌথভাবে রাস্তার দুই পাশের হকারদের উচ্ছেদ করার অভিযান শুরু করে৷ অভিযান চলকালে দেখা গিয়েছে বুলডোজার নামোনা হয়৷ রাস্তার পাশে কারো ঠেলা গাড়ি তো কারো পসরা সাজিয়ে বসা দোকানে বুলডোজার চালানো হয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ সকাল থেকে দুপুর পর্যন্ত ঐ রোডের রাস্তার পাশে সমস্ত ধরনের ঠেলা গাড়িতে চালানো হয় বুলডোজার৷ বিষয়টি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বকে জানানো হয়৷ নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করা হয়, যাতে এই মুহুর্তে যাতে উচ্ছেদ না করা হয়৷ যাদেরকে উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ক্ষুদ্র ব্যবসায়ী৷ এমনিতেই গোটা রাজ্যে চলছে আর্থিক মন্দা৷ তার মধ্যে যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে রুজিরুটি বন্ধ হয়ে যাবে৷ তাই পুজার আগে যাতে এই উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হয়৷ বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *