BRAKING NEWS

উন্নয়ন কর্মসূচী রূপায়ণে আধিকারিকদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারি আধিকারিকদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে৷ ত্রিপুরার গ্রাম, ত্রিপুরার শহর ও নজর এবং সর্বোপরি এই রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে টিসিএস অফিসারদের আত্মনিয়োগ করতে হবে৷ তবেই আগামী তিন বছরে ত্রিপুরা মডেল রাজ্য হিসাবে গড়ে উঠবে৷ আজ শহ দ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৫তম দ্বিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এ কথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি ছোট গাছে জল ঢেলে এই সম্মেলনের উদ্বোধন করেন৷ প্রধান অতিথির ভাষণে টিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ব লেন, ত্রিপুরা পিছিয়ে গেলে আমার আপনাদের ছেলে-মেয়েরাও পিছিয়ে যাবে৷ রাজ্য এগিয়ে গেলে আমাদের ছেলে মেয়েরাও আপনা আপনি এগিয়ে যাবে৷ তাই নিজের মনে করে আত্মবিশ্বাস নিয়ে সরকারের উনয়ন কর্মসূচি রূপায়ণ করুন৷ সরকারের প্রকল্পগুলি নীচুস্তর পর্যন্ত পৌঁছে দিন৷ তবেই একদিন ত্রিপুরা স্বনির্ভর রাজ্য হিসাবে গড়ে উঠবে৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে ভ্রষ্টাচার মুক্ত, গরীব মুক্ত, নারী নির্যাতন মুক্ত, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেইড ইন ইন্ডিয়া গড়ার সংকল্প নিয়েছিলেন৷ তিন উত্তর পূব াঞ্চলকে অষ্টলক্ষ্মী ও বৈভবশালী রাজ্য বানানোর উদ্যোগ নিয়েছেন৷ দেশের গরীব দের বিনামূল্যে বি দ্যুতায়ন, শৌচালয় স্থাপন, বিনা মূল্যে গ্যাস সংযোগ দেওয়া, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা নির্মাণ প্রভৃতি৷ এছাড়া আয়ুষ্মান ভারত যোজনায় একটি গরীব পরিবারের চিকিৎসার সহায়তায় ৫ লক্ষ টাকা বীমার আওতায় আনা হ য়েছে৷ এছাড়াও অন্ত্যোদয় যোজনায় ২ টাকা কিলো দরে চাল দেওয়া হচ্ছে৷ এম জি এন রেগায় একজন শ্রমিক পাচ্ছেন প্রতি শম দিবসে ১৭৭ টাকা৷

রাজ্যকে স্বনির্ভর করে তুলতে কৃষিকে অগ্রাধিকার দিয়েছে সরকার৷ রাজ্যে রয়েছে অফুরান প্রাকৃতিক স্পদ৷ গাঁজার বদলে মাসকালাই ডাল চাষের জন্য ৪০ টন বীজ দেওয়া হয়েছে৷ বাঁশ চাষ হয়েছে ২,৫০০ হে ক্টর এলাকায়৷ পশুপালন ও মৎস্য চাষে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আমরা দ্রুত স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবো৷ এই তিনটি ক্ষেত্রে প্রায় ৩,৫০০ কোটি টাকা রাজ্য থেকে বাইরে চলে যায়৷ এই প্রবণতা  বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি৷ রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া যাতে ক্রয় করে তারও উদোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, টিসিএস অফিসারদের কেবল ফাইল ওয়ার্ক করলেই চলবে না উন্নয়ন কর্মসূচি নির্দিষ্ট সময়ে শেষ টিসিএস অফিসারদের কেবল ফাইল ওয়ার্ক করলেই চলবে না উন্নয়ন কর্মসূচি নির্দিষ্ট উন্নয়ন কর্মসকূচি নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে৷ নিয়মিত ফিল্ড ওয়ার্কের জোর দিতে  হবে৷ প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচিগুলি যথাযথবাবে রূপায়িত করার দায়িত্ব নিতে হবে টিসিএস অফিসারদের৷  দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে মুখ্যমন্ত্রী টিসিএস আধিকারিকদের দায়িত্ব নিয়ে কাজ করারও আহ্বান জানান৷ এই কাজটা তাদের পক্ষেই করা সম্ভব৷ তবেই রাজ্য এগিয়ে যাবে৷ আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ণ পূরণ হবে৷ সরকার টিসিএস/টিপিএস এর যে সমস্ত সমস্যা আচে তা সমাধানের প্রশাসনিক উদ্যোগ নিয়েছে৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহ বিলে ৫ লক্ষ টাকা দান করা হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়৷ তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যসচিব এল কে গুপ্তা, প্রধান সচিব কুমার অলক৷ স্বাগত ভাষণ দেন অ্যাসোসিয়েশনের নব মনোনীত সাধারণ সম্পাদক অসীম সাহা৷ সভাপতিত্ব  করেন অ্যাসোসিয়েশনের নব মনোনীত সভাপতি দিলীপ কুমার চাকমা৷ সম্মেলনে প্রায় ২০০ জন আধিকারিক অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *