BRAKING NEWS

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে দিল্লিতে বৈঠক সম্পন্ন, এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দ করতে সংবিধানের ষষ্ঠ তপশিল ও ২৮০ ধারা সংশোধন হচ্ছে

অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ২০ সেপ্ঢেম্বর৷৷ এডিসিকে সরাসরি অর্থ বরাদ্দের মাধ্যমে দিল্লিতে বৈঠক সম্পন্ন হয়েছে৷ তাতে সংবিধানের ষষ্ঠ তপশিল ও ২৮০ ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের রাজনাথ সিংহের পৌরহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, অসমের মন্ত্রি চন্দন ব্রহ্ম, মিজোরা ও অসমের পদস্থ আধিকারিকগণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর পূর্বের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকরা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিনের বৈঠকে আলোচিত প্রস্তাবগুলিকে স্বাগত জানিয়েছেন৷

ত্রিপুরা সহ পূর্বত্তরের রাজ্যগুলিতে এডিসিকে শক্তিশালী করার বিষয়ে সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোধনে কেন্দ্রীয় সরকার ইতিবাচক বলে জানা গেছে৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে এ বিষয়ে বৈঠক সম্পন্ন হয়েছে৷ বৈঠকে সংবিধানের ২৮০ ধারা সংশোধনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে, এডিসিতে কেন্দ্রীয় অর্থ কমিশনকে সক্রিয় করার মাধ্যমে সরাসরি অর্থ প্রদানের বিষয়টি প্রধান্য পেয়েছে৷ দীর্ঘ দিনে ধরেই এডিসিতে সরাসরি অর্থ প্রদানের দাবি উঠছে৷ ত্রিপুরাতে ইতিমধ্যেই এই দাবিতে সমস্ত রাজনৈতিক দল একজোট হয়েছে৷

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও সংবিধানের ষষ্ঠ তপশিল এবং ২৮০ ধারা সংশোধনের পক্ষে সওয়াল করেছেন৷ তিনি প্রস্তাব দিয়েছেন, এডিসিগুলিকে আরও আর্থিক এবং নির্দিষ্ট দায়িত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করা উচিত৷ তাতে, এডিসি এলাকার আরও উন্নয়ন সম্ভব বলে তিনি দাবি করেছেন৷ শুধু তাই নয়, এডিসিতে মহিলাদের প্রতিনিধিত্ব যেন এক তৃতীয়াংশে সীমাবদ্ধ না থাকে সেই বিষয়েও মুখ্যমন্ত্রী সাওয়াল করেছেন৷ তাঁর দাবি, মহিলাদের প্রতিনিধিত্ব এডিসিতে যেন নূন্যতম এক তৃতীয়াংশ নির্দিষ্ট করা হয় এবং ভবিষ্যতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে রাজ্য সরকার যেন নমনীয়তা দেখাতে পারে সেই সুযোগ যেন দেওয়া হয়৷ এদিনের বৈঠকে ষষ্ঠ তপশিলের আওতায় ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও অসমের ভিলেজ কাউন্সিল এবং ডিস্ট্রিক কাউন্সিলগুলিকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন ক্ষেত্রের দুর্বল দিক গুলি কাটিয়ে তোলার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এরই অন্তগর্ত সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোধনের মাধ্যমে এডিসিকে অধিক ক্ষমতায়নের পক্ষেই মত কেন্দ্রীয় সরকারের৷ সেই বিষয়ে গত ২৫ মে যুগ্ম সচিবস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ স্বশাসিত জেলা পরিষদগুলির পদস্থ আধিকারিকদের নিয়ে ষষ্ঠ তপশিল সংশোধনের বিষয়ে আলোচনা করেছেন৷

এদিকে, দিল্লিতে এদিনের বৈঠকে সন্ত্রাসবাদীদের আত্মসম্পর্ণ এবং পূর্নবাসন নিয়ে আলোচনা হয়েছে৷ আনলফুল একটিভিটিজ (প্রিভেন্সান) অ্যাক্ট, ১৯৬৭ এর অধিনে এনএলএফটি এবং এটিটিএফকে নিষিদ্ধ বৈরী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাকি সন্ত্রাসবাদীদের জন্য আত্মসম্পর্ন এবং পূনর্বাসনের একটি প্রকল্প চুড়ান্ত করবে, তা এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ তাছাড়া, রাজ্যে আশ্রীত রিংয়া শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিশ্চিত করতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মিজোরাম সরকারকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথায়, দুই রাজ্যই যেন এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখে৷

এদিকে, ত্রিপুরা জনজাতিদের সাংসৃকতিক এবং ভাষাগত সমস্যা পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছে৷ এই কমিটি ৬০ দিনের মধ্যে তার প্রতিবেদন পেশ করবে৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বন্যার ত্রাণ সহ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন৷ পাশাপাশি, সোনামুড়া এবং গন্ডাছড়ার স্পর্শকাতর স্থানগুলি সহ বাংলাদেশের সাথে ৭১ কিমি উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্তের বিষয়টিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন৷ গত এক দশকে কিভাবে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজে অসম্পূর্ণতা রয়ে গেছে, কিভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সমস্যা তৈরি হত, রাজ্য সরকার কিভাবে নারী নির্যাতন বন্ধে, নেশা সামগ্রী চাষ এবং পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সেই বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী৷ উল্লেখিত সমস্যাগুলি সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব ধরনের সাহায্য করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *