BRAKING NEWS

শিলাছড়িতে কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র, ওসি সহ আহত অন্তত বার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ সেপ্ঢেম্বর৷৷ বিজেপির দুই গোষ্টির রক্তক্ষয়ী সংঘর্ষে শিলাছড়িতে ওসি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ এদিন

রণক্ষেত্র শিলাছড়ির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও টিএসআর৷

এখানে কৃষক বন্ধু অর্থাৎ কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন ঘিরে উপস্থিত জনতা বিজেপি দলের দুই গোষ্টির মারপিটের ঘটনায় স্তম্ভিত হন এবং অনেকেই পালিয়ে প্রাণ বাঁচান৷ কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই মারামারি ঘটনার কারণে নির্দ্ধারীত সময়ের পরে ভাঙ্গা হাটে ফিতা কাটেন ও বত্তৃণতা দেন৷

এই কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন৷ বিজেপি’র গোষ্টি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় শিলাছড়ি৷ সংঘর্ষ থামাতে পুলিশ, টিএসআরকে সক্রিয় হতে হয়৷ ইট লাঠির আঘাতে রক্তাক্ত হন শিলাছড়ি থানার ওসি জয়ন্ত মালাকার সহ ১২ জন বিজেপি কর্মী৷ তাঁদেরকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷ আহত হয়েছেন এসডিপিও মনিরাম চাকমাও৷ তবে, তাঁর অবস্থা এতটা গুরুতর নয়৷

নির্বাচনের আগেই সিপিএম দল থেকে বহিসৃকত মলয় দেওয়ান ও অন্য গেষ্টির মধ্যেই সংঘাতের সূত্রপাত৷ দলের ক্ষমতা দখল নিয়েই কার্য্যত সংঘাতের সূত্রপাত হয়েছে বলে খবর৷ একটি সরকারী অনুষ্ঠানস্থলে সহস্রাধিক লোকের উপস্থিতিতে বিজেপির এই নগ্ণ গোষ্টিকোন্দল সমালোচিত হয়েছে নানা মহলে৷ ভাঙ্গা হাটে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ দেন এবং ফিতা কেটে কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন৷ তিনি অবশ্য দলের গোষ্টি কোন্দল রক্তাক্ত পরিস্থিতি, ওসি সহ আহতদের বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ তিনি স্থানীয় হাসপাতালে গিয়ে আহত শিলাছড়ি থানার ওসি জয়ন্ত মালাকারকে দেখে আসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *