BRAKING NEWS

তিন ব্যাঙ্ককে একত্রিকরণের প্রতিবাদে রাজ্যেও কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ তিনটি ব্যাঙ্ককে একত্রিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতায় মঙ্গলবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও ব্যাঙ্ক ইউনিয়নের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর ত্রিপুরা রাজ্য শাখা এদিন মেলারমাঠ স্থিত স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, দেশে ব্যাঙ্ক ব্যবস্থায় এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সাথে ব্যাঙ্ক অব বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ককে সংযুক্ত করণের একতরফা ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ব্যাঙ্কগুলির চেয়ারম্যান, রিজার্ভ ব্যাঙ্ক ও শেয়ার হোল্ডারদের কার্যত ঘুমে রেখে এই ঘোষণা দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, কর্মচারী সংগঠনগুলির সাথেও কোনও আলোচনা করা হয়নি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা ব্যাঙ্ক কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে৷ তাই, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সরূপ সারা দেশের সাথে রাজ্যেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ তিনি বলেন, ব্যাঙ্ক একত্রিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যই এই বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ অনাদায়ী ঋণের বোঝা ব্যাঙ্কের উপর চাপিয়ে দিয়ে তা উদ্ধারের ব্যবস্থা না করেই ব্যাঙ্ক একত্রিকরণের সিদ্ধান্ত ব্যাঙ্ক শিল্পকে অন্তর্জলি যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করে কর্মচারী সংগঠন গুলি৷ তাই, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *