BRAKING NEWS

বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ প্রাণজিৎ ভৌমিকের জামিন, এলাকায় উত্তেজনা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.) : বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ প্রাণজিৎ ভৌমিক জামিনে মুক্তি পাওয়ায় থমথমে গোটা মিলনচক্র এলাকা। সাধারণের ক্ষোভ পুলিশের ভূমিকা নিয়েও। স্থানীয় জনমনে প্রশ্ন উঠছে, অনুসন্ধানকারী পুলিশের ভূমিকা নিয়ে। জানা গেছে, আদালত জামিনে মুক্তি দিয়েছে বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত প্রাণজিৎ ভৌমিক।
উল্লেখ, গত ২৪ জুন রাত দেড়টা নাগাদ খুন হয়েছিলেন বিশ্বজিৎ পাল। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে রাস্তায় তাঁকে খুন করে আততায়ীরা। বিশ্বজিৎবাবু ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। বিশ্বজিৎ পেশায় একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এছাড়া তিনি প্রথমে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি বাম রাজনীতি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
তিনি বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ৪৬ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদকও ছিলেন। বাড়িতে তাঁর মা, বাবা, স্ত্রী, ছোট ভাই এবং নয় বছরের একটি ছেলেসন্তানও রয়েছে।
কিন্তু বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত মাস্টারমাইন্ড প্রাণজিৎ ভৌমিক জামিনে মুক্তি পেয়েছে বলে খবর ছড়িয়ে পড়তেই গোটা মিলনচক্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *