BRAKING NEWS

প্রতিকূলতার মধ্যে লড়াই করার অনুপ্রেরণা সচিনের থেকেই পেয়েছেন, দাবি সর্দার সিং-এর

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জীবনের কঠিন সময়ে কিংবদন্তি ক্রিকেটার  সচিন তেন্ডুলকার থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছে হকি তারকা সর্দার সিং।
সম্প্রতি হকি থেকে অবসর নিয়েছেন সর্দার সিং। কিন্তু তার হকির কেরিয়ারে  সচিন তেন্ডুলকার তাকে অনুপ্রেরণা এবং উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন সর্দার সিং। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময় কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেটের আইকন সচীন তেন্ডুলকারকে ফোন করেন সর্দার সিং। ফোনে সচীনের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে সচীন যখন শূন্য রানে আউট হওয়ার পর তিনি কি ভাবে ফের মনোসংযোগ করে থাকেন। এর উত্তরে সচীন তাকে পরামর্শ দিয়েছিলেন যে সমস্ত সমালোচনাকে অগ্রাহ্য করে নিজের খেলার উপর মনোনিবেশ করতে। নিজের পারফরম্যান্সের ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য নিজের খেলার ভিডিও ক্লিপিংস দেখার পাশাপাশি মাঠে গিয়ে নিজের সহজাত খেলাটা খেলার পরামর্শ দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। আর এতে নিজের খেলার উন্নতি সাধন করে ফের জাতীয় দল ডাক পেয়ে ছিলেন সর্দার সিং। তার দুরন্ত পারফরম্যান্সের জোরেই ভারত হকিতে চ্যাম্পিয়নস ট্রোফিতে রুপোর পদক জিতেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *