BRAKING NEWS

ভয়াবহ আগুনে পুড়ল বাড়ি, অভিযোগ দমকল কর্মীরা পৌঁছেনি সময়মতো

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগস্ট৷৷ দিন দুপুরে এক ভয়াবহ অগ্ণিকান্ডের ঘটনা ঘটল ঊনকোটি জেলার ফটিকরায়ের বাসিন্দা প্রাক্তন শিক্ষক গজেন্দ্র ধরের বাড়ীতে৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার উনার ঘরে কেউই ছিলনা৷ উনার বাড়ীতে ভাড়া থাকতেন দুই বৃদ্ধা মহিলা৷ দুপুরে হঠাৎই উনারা বাড়ীর একটি ঘড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান৷ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে তা দেখে আতঙ্কে চিৎকার চেচামেচি করতে থাকেন উনারা৷ তাদের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন এবং ঘটনা প্রত্যক্ষ করেন৷ সাথে সাথে খবর দেওয়া হয় কুমারঘাট অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে যায় দমকলরে একটি ইঞ্জিন৷ খবর পেয়ে ছুটে আসেন বাড়ীর লোকজনেরা৷ বাড়ীর মালিকের অভিযোগ খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছোয় দমকল কর্মীরা৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে গ্রাস করে ফেলেছিল ঘরটি৷ পরবর্তী সময়ে পেচারথল থেকেও আনতে হয় দমকলের একটি ইঞ্জিন৷ ঘটনা চাউর হতেই আশপাশের লোকজন ভীড় জমায় ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ অবশেষে তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ তবে কি কারনে এই অগ্ণিকাণ্ড তা এখনো জানা যায়নি৷ তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের ঘটনা৷ বাড়ীর মালিক জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা ছড়িয়ে যাবে৷ দমকল কর্মীদের বিরুদ্ধে বাড়ীর মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন যদি সঠিক সময়ে ইঞ্জিন এসে পৌঁছত তাহলে হয়তো এতটা ক্ষতির সম্মুখীন হতোনা৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *