BRAKING NEWS

কর্ণাটকে গণপিটুনিতে মৃত্যু ইঞ্জিনিয়ারের : গ্রেফতার ৩০ জন সন্দেহভাজন

বেঙ্গালুরু, ১৬ জুলাই (হি.স.): ছেলেধরা সন্দেহে কর্ণাটকের বিদারে গণপিটুনিতে প্রাণ হারালেন ‘নির্দোষ’ এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার| এছাড়াও গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দুই বন্ধু| মর্মান্তিক এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর| পাশাপাশি বেদনাদায়ক এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ডিজি-কে নির্দেশ দেওয়া হয়েছে| সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না| এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ| দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে|’
২৮ বছরের মহম্মদ আজম হায়দরাবাদের গুগলে কাজ করতেন| সম্প্রতি গাড়ি কিনেছিলেন তিনি| কাতার থেকে আসা বন্ধু মহম্মদ সালাম ও দুই সম্পর্কিত ভাইকে নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে| ফেরার পথেই জনরোষের মুখে পড়েন তাঁরা| গ্রামের রাস্তায় নিজেদের কিছু ছবি তুলছিলেন তাঁরা| সেই সময় ওই এলাকায় খেলা করছিল কিছু ছেলেমেয়ে| ভাব জমাতে পকেট থেকে চকলেট বের করে সালাম| ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাদের| এরপরই শুধু গণপিটুনি| গণপিটুনিতে মৃত্যু হয় মহম্মদ আজম-এর| আরও দু’জন গুরুতর আহত হয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *