BRAKING NEWS

ভেটেরিনারি কাউন্সিলের অনুমোদন পেল আর কে নগরের পশু মহাবিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  রাজ্যবাসীদের জন্য আরেকটি খুশির বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আতংক কাটল ভেটেরিনারি কলেজে পাঠরতদের৷ আরকে নগর অবস্থিত ভেটেরিনারি কলেজকে ইন্ডিয়ান কাউন্সিলের অনুমোদন দিয়েছে৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গজেন্দ্র সিংম শেখায়াত এবং রাষ্ট্রমন্ত্রী রাধামোহন সিংয়ের সঙ্গে রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়৷ এই বৈঠকের পরই কেন্দ্রীয় সরকার এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ২০১২ সাল থেকে ভেটেরিনারি কলেজের ছাত্রছাত্রীদের শংসাপত্রে কাউন্সিলের সিলমোহর পাড়বে৷ উল্লেখ্য, এতদিন দরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন্তুন নিয়ে পঠনপাঠন চলছিল ভেটেরিনারি কলেজটিতে৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এখন থেকে এই কলেজের ছাত্রীদের শংসাপত্রে তাঁদের কলেজের পাশাপাশি কাউন্সিলের সিল মোহর পড়বে৷ এদিকে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীরা খুবই খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *