BRAKING NEWS

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বেদনাদায়ক দুর্ঘটনা, মৃত্যু শিশু ও মহিলা সহ আটজনের

কনৌজ, ১১ জুলাই (হি.স.): আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আবারও ভয়াবহ দুর্ঘটনা| অকালেই মৃত্যু হল শিশু ও মহিলা সহ অন্ততপক্ষে আটজনের| বুধবার ভোর চারটে নাগাদ উত্তর প্রদেশের কনৌজ জেলায়, কোতওয়ালি তির্বা থানার অন্তর্গত বনপুরা গ্রামের সন্নিকটে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে বেসামাল একটি এসইউভি গাড়ি| জোরালো সংঘর্ষের জেরে এসইউভি গাড়ির সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন মহিলা ও দু’টি শিশু সহ অন্তত আটজনের| তবে, সৌভাগ্যবশত প্রাণে গিয়েছেন এসইউভি গাড়ির চালক পাপ্পু কুমার যাদব| এসইউভি গাড়ির চালক ছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’টি শিশু| দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অ্যাডিশিনাল ইন্সপেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতদের বাড়ি রাজস্থানের আলওয়ার জেলায়| এসইউভি গাড়িতে চেপে উত্তর প্রদেশের সীতাপুর জেলায় আসছিলেন তাঁরা| সাত সকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে ফাঁকা থাকায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল এসইউভি গাড়িটি| ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে হবে, কোতওয়ালি তির্বা থানার অন্তর্গত বনপুরা গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে এসইউভি গাড়িটি| অ্যাডিশিনাল ইন্সপেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র-র কথায়, দুর্ঘটনার জেরে এসইউভি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায়| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু সহ অন্তত আটজন| এছাড়াও গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ও দু’টি শিশু| দুর্ঘটনায় নিহতদের নাম হল, রাজু (২১), কে রাম, রাজেন্দ্র (৩৮), শালু, বিদ্যা দেবী (৪৫) এবং সন্তোষ দেবী (৪০)| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| বাকিদের এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি| সৌভাগ্যবশত দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন এসইউভি গাড়ির চালক পাপ্পু কুমার যাদব| তবে, তিনি এখন ট্রমায় রয়েছেন| দুর্ঘটনায় আহত হয়েছেন চালক পাপ্পু কুমার যাদব (৪৫), সাহিল (০৬) এবং অঙ্কিত (১১)| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *