BRAKING NEWS

লক্ষ্য লোকসভা : প্রায় প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গ আসবেন শাহ, মোদী

কলকাতা, ১০ জুলাই (হি.স.): ত্রিপুরার পর পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে আগামী এক বছর প্রায় প্রত্যেক মাসেই এ রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসন বারাবার লক্ষ্যেই গত মাসে রাজ্যে ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তবে রাজ্য বিজেপি সূত্রের খবর, কেবল এই দু’টি সভা করেই ক্ষান্ত থাকছেন না প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহ ৷ লোকসভার আগে এরাজ্যে লাগাতার জনসভা করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা ৷
খবর হল, লোকসভা ভোটের আগে রাজ্যে ১৩টি সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী । ৫ টি সভা হবে উত্তরবঙ্গে । রাজ্য বিজেপি চাইছে, লোকসভা নির্বাচনের আগে এ মাসে মোদী তো পরের মাসে অমিত শাহ বাংলায় আসুন । দলের কেন্দ্রীয় নেতৃত্বও এই পরিকল্পনায় সায় দিয়েছে বলে খবর । বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এক মাস অন্তর কোনও একটি রাজ্যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, স্বাধীনতার পর এমন ঘটনা বাংলাতেই প্রথম ঘটতে চলেছে । ১৬ জুলাই মেদিনীপুরে সভা করার একমাস পর ফের সেপ্টেম্বরে এ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেইবার উত্তরবঙ্গে জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর ৷ পাশাপাশি, আগস্ট মাসে আবারও রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ ওই মাসেই কলকাতার শহিদ মিনার ময়দানে বিশাল জনসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা ৷
সূত্রের খবর, সেই সভাতেই হাজির করানো হতে পারে অমিত শাহকে ৷ এছাড়া সেখানে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ দিলীপ ঘোষ জানান, বৃষ্টির জন্য কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না । তবে নির্বাচনের আগে উত্তরবঙ্গেই ৫ টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দিলীপ ঘোষের কথায়, ‘বৃষ্টি অথবা বন্যার মতো কোনও দুর্যোগ ঘটলে, পরিবর্তন হতে পারে কর্মসূচির । তা না হলে প্রত্যেক একমাস অন্তর সভাপতি ও প্রধানমন্ত্রী এরাজ্যে সভা করবেন’।
২০১৬ তেও পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা করেছিল বিজেপি । সফল হয়নি । তাই এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ দখলে কোনও কসুরও করছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব । পশ্চিমবঙ্গ দখলে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের পথ ছেড়ে এবার বারবার জনসভা করে জনমত গঠন করার দিকেই নজর দিয়েছে সঙ্ঘ পরিবার । জুন মাসেই বাংলায় পা রেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । প্রথমে হাওড়ার শরত সদনে দলের সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করেন তিনি । পরে রাজ্য নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন । পুরুলিয়ার সভা থেকে শাহ স্পষ্ট ভাবেই ব্যক্ত করেন মনের কথা । দলীয় কর্মীদের বার্তা দেন, ২০১৯এর লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ আসন চাই বিজেপির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *