BRAKING NEWS

সুকমায় আবারও মাওবাদী হামলা, শহিদ সিআরপিএফ অফিসার

রায়পুর, ২১ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন অফিসার| শহিদ সিআরপিএফ অফিসারের নাম হল, অনিল কুমার মৌর্য্য| সিআরপিএফ সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অনিল কুমার মৌর্য্য-র বাড়ি মধ্যপ্রদেশে|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (দক্ষিণ বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার কিস্তরাম ক্যাম্পের সন্নিকটে (রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে) ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে কিস্তরাম ক্যাম্পের সন্নিকটে তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২১২ ব্যাটেলিয়ন, ২০৮ কোবরা বাহিনী এবং ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে যোগ্য ফিরিয়ে দিয়েছেন যৌথ বাহিনীর জওয়ারাও| কিন্তু, দুঃসংবাদ হল, মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অনিল কুমার মৌর্য্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *