BRAKING NEWS

কর্তব্য থেকে বিশ্রাম, মায়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও’র পদত্যাগ

নেপিদ, ২১ মার্চ (হি.স.): ‘কর্তব্য থেকে বিশ্রাম’ নেওয়ার জন্য মায়ানমারের সিভিলিয়ান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন থিন কিয়াও| বুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে মায়ানমারের প্রেসিডেন্টের কার্য্যালয় থেকে বিবৃতি মারফত জানানো হয়েছে, ‘বর্তমান কর্তব্য এবং দায়িত্ব থেকে বিশ্রাম নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ প্রেসিডেন্টের কার্য্যালয় থেকে আরও জানানো হয়েছে, ‘মায়ানমার সংবিধানের ৭৩ (বি), অনুচ্ছেদ অনুযায়ী আগামী সাত দিনের মধ্যেই প্রেসিডেন্টের পদে কাউকে বসাতে হবে|’ শোনা যাচ্ছে, ভাইস-প্রেসিডেন্ট উ মিহন্ত সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে থিন কিয়াও-এর জায়গায় স্থলাভিষিক্ত হবেন|
দীর্ঘ সামরিক শাসনের পর মায়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে আং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে| ২০১৫ সালের নভেম্বর মাসের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়| ২০১৬ সালের মার্চ মাসে থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন| দায়িত্ব নেওয়ার দু’বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি| প্রসঙ্গত, থিন কিয়াও সুচির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *