BRAKING NEWS

বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দপ্তরকে সে মোতাবেক প্রস্তুতি নিতে বলা হয়েছে৷ কার্ডিওলজি, নেফ্রোলজি এবং নিউরোলজি বিভাগে দুইজন করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রস্তুতি শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন৷ জিবি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারকে আরো উন্নত করার জন্য এবং রাজ্যবাসীকে চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা প্রদানে কলকাতার বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ শিশির দাস বৃহস্পতিবার মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে দীর্ঘ আলোচনা করেছেন৷ এই আলোচনা ইতিবাচক বলে সূত্রের দাবি৷

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রাজ্যে দীর্ঘদিনের৷ ফলে, প্রতিদিন বহু রোগী বাধ্য হয়ে চিকিৎসার জন্য বহির্রাজ্যে যাচ্ছেন৷ অনেক ক্ষেত্রেই অনেক পরিবার বহিরাজ্যে গিয়ে চিকিৎসার খরচ সামলাতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন৷ রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ নতুন সরকার এখন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের হাল ফেরাতে তৎপর হয়ে উঠেছে৷

সূত্রের খবর, বৃহস্পতিবার মহাকরণে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মণের সাথে স্বাস্থ্যমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব কিভাবে মেটানো যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন৷ কার্ডিওলজি, নিউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে দুইজন করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ সূত্রের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসক বর্হিরাজ্য থেকে এনে নিয়োগ করার ক্ষেত্রে জটিলতাগুলি চিহ্ণিত করে স্বাস্থ্যমন্ত্রীকে জানাতে বলা হয়েছে৷ সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেবিষয়েও প্রস্তাব দিতে বলা হয়েছে৷

রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে এদিনই সন্ধ্যায় কলকাতার বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ শিশির দাস মহাকরণে স্বাস্থ্য মন্ত্রীর দেখা করেছেন৷ সূত্রের কথায়, ডাঃ দাস এরাজ্যে নিউরো জনিত রোগের চিকিৎসায় সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধে আগামীকাল তিনি স্বাস্থ্য অধিকর্তার সাথে বৈঠক করবেন এবং পরিকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন৷

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে স্বাস্থ্যক্ষেত্রের খোলনলচে পাল্টে ফেলতে হবে৷ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে৷ শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশেও ভাবতে হবে রাজ্য সরকারকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *