BRAKING NEWS

প্রাইভেট টিউশন বন্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার, দেখা হচ্ছে ছাত্র-শিক্ষকের অনুপাতও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ প্রাইভেট টিউশন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ পাশাপাশি, শিক্ষক স্বল্পতা দূরীকরণে সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের হার পুনর্বিবেচনা করবে শিক্ষা দপ্তর৷ মূলত, সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের হারে সমতা আনতেই পদক্ষেপ নেবে দপ্তর৷

সূত্রের খবর, প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য শিক্ষা দপ্তর বিভিন্ন পরিকল্পনা করেছে৷ খুব শীঘ্রই এবিষয়ে নির্দেশিকা জারি করা হবে৷ কারণ, প্রাইভেট টিউশনের ফলে সুকলগুলিতে পঠন-পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে বলে অভিযোগ৷ তাই, সুকলগুলির হাল ফেরাতেই প্রাইভেট টিউশনে লাগাম টানতে চাইছে রাজ্য সরকার৷ সূত্রের দাবি, এবিষয়ে একটি কমিটি গঠন করা হবে৷ কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে শিক্ষা দপ্তরের কাছে৷ প্রাইভেট টিউশন সম্পূর্ণ বন্ধ করা যাবে বলে মনে করছে না রাজ্য সরকার৷ কিন্তু, তাতে কতটা লাগাম টানা যায়, সে বিষয়ে ভাবছে সরকার৷ সূত্রের খবর, খুব শীঘ্রই এবিষয়ে শিক্ষা দপ্তরের পদক্ষেপ দেখতে পাবেন রাজ্যবাসী৷

এদিকে, শিক্ষক স্বল্পতা মেটাতে সুকলগুলিতে ছাত্র-শিক্ষক হার পুনর্বিবেচনা করবে শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, পশ্চিম এবং খোয়াই জেলায় বিভিন্ন সুকলে ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক বেশি রয়েছেন৷ তাছাড়া, তাঁরা দীর্ঘদিন ধরেই একই সুকলে কাজ করছেন৷ অথচ ধলাই জেলায় এমন বহু সুকল রয়েছে যেখানে ছাত্রের অনুপাতে শিক্ষক অনেক কম রয়েছে৷ সুকলগুলিতে শিক্ষক স্বল্পতা মেটাতে এখন পশ্চিম এবং খোয়াই জেলার সুকলগুলি থেকে যেখানে শিক্ষক ছাত্র অনুপাতে বেশি রয়েছে সেখান থেকে শিক্ষকদের বদলী করা হবে৷

এদিকে, সঠিক সময়ে পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং দ্বাদশের ফলাফল প্রকাশের জন্য নিরিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় আলোচনায় বসবে শিক্ষা দপ্তর৷ নানা অজুহাতে পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ণে আসেন না বহু শিক্ষক৷ কিন্তু, কেন এই সমস্যা হচ্ছে তা এখন খঁুজে বের করতে চাইছে শিক্ষা দপ্তর৷ তাই, পর্ষদের বাছাই করা নিরিক্ষকদের সাথে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করবে শিক্ষা দপ্তর৷ দপ্তরের বক্তব্য, সরকারী আদেশ সমস্ত শিক্ষক কর্মচারীদের পালন করতেই হবে৷ সে জায়গায় শিক্ষকরা পরীক্ষার কাজের দায়িত্ব নিতে চান না৷ এবার এর উপায় খঁুজে বের করা হবে৷ সূত্রের দাবি, নিরিক্ষকদের সমস্ত সমস্যা সমাধানের বিষয়টি দেখবে শিক্ষা দপ্তর৷ কিন্তু, পরীক্ষার্থীদের মূল্যায়নে কেউ গড়হাজির থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *