BRAKING NEWS

সার কারখানার নামে পুর নিগমের প্রচুর টাকা নিয়ে পালাল কোম্পানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ আগরতলা পুর নিগমের কাজ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে রাজ্যন্তরী হল পুনেস্থিত একটি সার উৎপাদনকারী কোম্পানি৷ ঐ কোম্পানির চালাকির কাছে শেষ পর্যন্ত নাজেহাল হতে হয়েছে নিগমকে৷ এই লজ্জা ঢাকতে শেষ পর্যন্ত ঐ কোম্পানিতে কাজের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয় নিগম৷ টানা ১০ মাস ধরে সার উৎপাদন বন্ধ হয়েছে দেবেন্দ্র নগরে৷ পুর নিগম এলাকা থেকে সংগৃহীত বর্জ্য দেবেন্দ্রনগরে নিয়ে যাওয়া হয় নিগমের গাড়ি করে৷ আগরতলা পুর নিগম অনেক আগে থেকেই ভাবনা চিন্তা শুরু করে এই বর্জ্য কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা৷ সার উৎপাদন করা গেলে একদিকে উৎপাদন হবে আবার কর্মসংস্থানের সুযোগও হবে৷ পাশাপাশি সে উৎপাদিত জিনিস ব্যবসায়ীরা কম দামে ক্রয়ও করতে পারবে৷ ফলে সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষ৷ সেই থেকেই নিগম সার কারখানা করা যায় কিনা ভাবনা শুরু করে৷ একটি কোম্পানির সাথে আলোচনা হয় বেশ কয়েক বছর আগেই৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ পরবর্তী সময়ে পুনের একটি  কোম্পানির সাথে নিগমের আলোচনা হয়৷ চুক্তি হয় কোম্পানির সাথে৷ ঐ কোম্পানি দেবেন্দ্রনগরে সার কারখানা গড়ে তুলবে৷ সেই অনুযায়ী রাজ্য সরকার থেকে কত টাকা দেওয়া হবে, পুনের কোম্পানি কি করবে সবই ঠিক করা হয়৷ পরে রাজ্য সরকার ১৪ কোটি টাকা মঞ্জুর করে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে৷ সরকারী সুযোগ সুবিধা নিয়ে কোম্পানি পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে৷ কিন্তু বছর ঘুরতেই ঐ কোম্পানির কাজে ঢিলেমি দেখতে পায় নিগম৷ চুক্তি থাকায় এব্যাপারে কিছুই বলেনি নিগম৷ কিন্তু এর মধ্যেই ঐ কোম্পানি নিগমের কাজ থেকে প্রায় ২০-২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়৷ কোম্পানি হাবভাব দেখে নিগম গত ২ জুন ঐ কোম্পানির সাথে চুক্তি বালিত করে দেয়৷ কিন্তু বিস্ময়কর ভাবে নিগম কোম্পানির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার আগেই এর সমস্ত কর্মকর্তারা রাজ্য ছেড়ে চম্পট দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *