BRAKING NEWS

ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সদর মহকুমার ৮টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সকল ভারতীয় নাগরিকদের বয়স ০১-০১-২০১৭ তারিখকে ভিত্তি বছর ধরে ১৮ থেকে ২১ বছরের মধ্যে অথচ কোন না কোন কারণে ভোটার তালিকায় নাম তুলতে পারেন নি-তারা আগামী ১ থেকে ৩১ জুলাই, ১৭ এর মধ্যে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন৷ উপরোক্ত সময়ের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্ব-স্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসারদের কাছে জমা দেবার জন্য সদর মহকুমার নির্বাচন নিবন্ধক আধিকারিক তথা সদর মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী অনুরোধ জানিয়েছেন৷ সদর মহকুমার অন্তর্গত ৮টি বিধানসভা কেন্দ্র হল ৪ বড়জলা (এস সি), ৬-কৃষ্ণনগর, ৭-রামনগর, ৮-বড়দোয়ালী, ৯-বনমালীপুর, ১৩-প্রতাপগড় (এস সি), ১৪-বাধারঘাট (এস সি) এবং ১৮-সুর্যমনিনগর৷ মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৪৬ টি৷
এ বিষয়ে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ এতে সিপিআই (এম), বিজেপি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিগণ অংশ নেন৷ আশ্চর্য্যের বিষয় হল কংগ্রেস সভায় অংশ গ্রহণ করেনি৷ সভায় মহকুমা শাসক জানান, যদি কোন রাজনৈতিক দল তাদের বুথ লেভেল এজেন্ট পরিবর্তন করতে চান অথবা নতুন করে নিয়োগ করতে চান তাহলে তাদের আগামী ১৫ জুনের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে মহকুমা শাসকের কাছে জমা দিতে হবে৷ তিনি আরও জানান, আগামী ২৮ জুন, সকাল ১১টায় মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই ৮টি বিধানসভা কেন্দ্রের সকল বুথ লেভেল অফিসারদের ও বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও এই প্রশিক্ষণ যোগ দিতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *