BRAKING NEWS

রাজ্যের সিংহভাগ বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ ত্রিপুরার বামফ্রন্ট সরকার আচমকা নেওয়া এক সিদ্ধান্তে রাজ্যের অধিকাংশ বিদ্যালয় গুলিতে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে পরিবর্তিত করার সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে৷ ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তাে উত্তম কুমার চাকমার জারি করা নির্দেশিকার বলা হয়েছে রাজ্যের ৭৬৯ টি বাংলা মাধ্যমের বিদ্যালয়কে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পরিবর্তিত করা হবে৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে৷ প্রথম বছরে ১৮৪ টি বাংলা মাধ্যমের বিদ্যালয়কে ইংরেজি পরিবর্তিত করা হবে৷ এরপর ২০১৯ আরো ১৭৩ টি, ২০২০ সালে ১৫৫ টি, ২০২১ সালে ১৪০ টি এবং ২০২২ সালে ১১৭টি বাংলা মাধ্যমের বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে পরিবর্তিত করা হবে৷ ইতিমধ্যেই বিদ্যালয় পরিদর্শকদের তাদের আওতাধিন এলাকার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে চিহ্ণিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেবার নির্দেশ নেওয়া হয়েছে৷ যদিও রাজ্যের অধিকাংশ বিদ্যালয় বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *