BRAKING NEWS

চাকমাঘাটে উদ্ধার মৃত মহিলা গঙ্গনগরের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জুন৷৷ অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই অজ্ঞাত পরিচয়হীনা পচাগলা মৃত মহিলার খোঁজ পাওয়া গেল৷ আজ দুপুরে তার পরিবারের লোক তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এসে মৃতদেহের শনাক্ত করে পরে ময়না তদন্ত শেষে তেলিয়ামুড়া থানার পুলিশ দেহটি পরিবারের হাতে তুলে দেয়৷ প্রসঙ্গত গতকাল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটে ব্যারিজে খোয়াই নদীর জলে একটি মৃতদেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে৷ খবর দেওয়া হয় পুলিশ ও অগ্ণিনির্বাপক দপ্তরে৷ তখন দেহটি ব্যারিজের জলে আটকে থাকলেও অগ্ণি নির্বাপক দপ্তরের গড়িমসির কারণে দেহটি খোয়াই নদীর জলে ভেসে যায়৷ পরবর্তী সময়ে প্রায় দুই কিমি নদী অতিবাহিত হওয়ার পর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা মহারাণীপুর এর জারুই লং বাড়ির দিক থেকে খোয়াই নদীর জলে ভাসমান দেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়৷ গতকালই দেহের শনাক্ত করণের জন্য তেলিয়ামুড়া থানা উদ্যোগ গ্রহণ করে৷
আজ সকালেই ধলাই জেলার গঙ্গানগর থেকে একদল লোক এসে মৃতদেহের শনাক্ত করে যে ঐ মহিলার বাড়ি গঙ্গানগর থানাধীন তেত্যুইয়া গাঁওসভার বীরচন্দ্রপাড়ার মৃত যদুমণি রিয়াং এর স্ত্রী ক্ষরিতি রিয়াং (৯৬)৷ আজ থেকে নয়দিন আগে অর্থাৎ সোমবার সকালবেলা বাড়ির পাশের জঙ্গলে বাঁসের কুড়ুল সংগ্রহ করতে গেলে আর বাড়িতে ফেরেনি৷ অনেক খোঁজাখঁুজি করে না পেয়ে গঙ্গানগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানায় মৃত মহিলার পুত্র শঙ্করাম রিয়াং৷ ঐদিন সকালে ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা জুমচাষে গেলেই তিনি বাঁশ কড়ুল সংগ্রহে যায়৷ তবে সেখানেই অবস্থানরত খোয়াই নদীতে পরেই তার মৃত্যু হয়েছে বলে জানায় পুত্র শঙ্করাম রিয়াং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *